গুজরাত, 3 অক্টোবর: পাকিস্তানের জলসীমানা বরাবর গুজরাতের 'হারামি নালা' (Harami Nala) নামক খাঁড়ি এলাকা থেকে পরিত্যক্ত পাক ট্রলার বাজেয়াপ্ত করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৷ বিএসএফ সূত্রে খবর, এলাকায় কর্তব্যরত বিএসএফের আধিকারিকরা (BSF) সকাল 6টায় ওই এলাকায় পাকিস্তানের মাছ ধরার ট্রলারটি দেখতে পান ৷ পরবর্তীতে তল্লাশিতে নেমে বাজেয়াপ্ত করা হয় মাছ ধরার ট্রলারটিকে (Pakistani Fishing Boat Seized by BSF) ৷
বিএসএফ সূত্রে আরও খবর, ওই ট্রলারটি থেকে কিছু বরফের বাক্স এবং মাছ ধরার জাল পাওয়া গিয়েছে ৷ ট্রলারে যারা ছিলেন তাঁরা সকলেই পাকিস্তানি ৷ সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের দেখে সকলেই পালিয়ে যায়। আধিকারিকরা কাছাকাছি যাওয়ার আগেই পাকি ট্রলারে সওয়াররা জলে ঝাঁপ দিয়ে সাঁতরে চম্পট দেয়। তবে এ ঘটনা নতুন নয় । ভারতের জলসীমানায় প্রবেশ করা পাক মৎস্যজীবীরা প্রায়ই বিএসএফ আধিকারিকদের দেখে এভাবেই চম্পট দিয়ে থাকেন।