ইসলামাবাদ, 21 জুন: পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে হোলি পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই ধরনের উৎসব পালনকে পাকিস্তানের ইসলামি পরিচয়ের জন্য উদ্বেগজনক বলে মনে করছে ওই দেশের উচ্চশিক্ষা কমিশন ৷ তাই তারা একটি বিশ্ববিদ্যালয়ে হোলির উৎসব পালনের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবেই দেখতে চাইছে ৷ আর এই ধরনের উৎসব পালন থেকে বিচক্ষণতার সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে ওই কমিশনের তরফে ৷ বুধবার ওই দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকেই এই তথ্য সামনে এসেছে ৷
উচ্চশিক্ষা কমিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শায়েস্তা সোহেলের একটি চিঠি লিখেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ৷ সেই চিঠিতে তিনি কোনও বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেননি ৷ সেখানেই তিনি হোলির মতো উৎসব পালন না করার পরামর্শ দিয়েছেন ৷ প্রসঙ্গত, ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় একটি ইভেন্ট আয়োজন করা হয় গত 8 মার্চ ৷ সেখানেই হোলির উৎসব পালন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ দিনকয়েক পর বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে ৷