ইসলামাবাদ, 11 মে:গ্রেফতার হওয়ার দু'দিনের মাথায় বড়য়ড় স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবারই তাঁকে তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল পাক রেঞ্জার্স। বৃহস্পতিবার পাকিস্তান সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ইমরানের গ্রেফতারি বেআইনি। তাঁকে মুক্তির নির্দেশ দিল সেদেশের শীর্ষ আদালত ৷
পাকিস্তানের এক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেফতারকে সুপ্রিম কোর্ট এদিন 'অবৈধ' বলে জানিয়ে দিয়েছে ৷ পাশাপাশি তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের তরফে ইমরানকে আগামিকাল অর্থাৎ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷
বুধবারই পাকিস্তানের দুর্নীতি-দমন আদালত আট দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল ইমরান খানকে। যদিও তার একদিন পরই স্বস্তি পেলেন ইমরান। উল্লেখ্য, মঙ্গলবার ইমরান লাহোর থেকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছনোর পর বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় দেওয়ার সময়ই আচমকা সেখানে প্রবেশ করে পাক রেঞ্জার্স। দ্রুত তাঁকে ঘিরে ফেলে গ্রেফতার করে তারা। সেখানে উপস্থিত ইমরানের আইনজীবী ও নিরাপত্তা রক্ষীদের মারধর করা হয় বলেও দাবি। পিটিআইয়ের দাবি, এদিন দুপুরে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই মোতাবেক তাঁকে হাজির করানো হলে শীর্ষ আদালত তাঁকে মুক্তি দেয় ৷