ইসলামাবাদ, 9 এপ্রিল : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সময় মতো শনিবার সকালে পাক সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটাভুটির প্রক্রিয়া শুরু করেন স্পিকার আসাদ কাইজার ৷ যদিও অধিবেশন শুরুর কিছু পরেই বেলা 12টা 30মিনিট প্রাথমিকভাবে তা মুলতুবি হয়ে যায় ৷ বিরতির পর অধিবেশন চালু হলে সিদ্ধান্ত গৃহীত হয় যে সন্ধেয় ইমরানের বিরুদ্ধে পুনরায় অনাস্থা ভোটাভুটির প্রস্তাব আনা হবে ৷ দ্রুত অনাস্থা ভোট নিষ্পত্তি করতে চেয়ে বিরোধীরা সুর চড়াতে থাকে এবং তারা দাবি করে, সংসদে অনাস্থা ভোটাভুটি হলে ইমরানের জয় কোনওমতেই সম্ভব নয় ৷
ইমরান নিজেও হয়তো তাঁর ভবিষ্যৎ অনুমান করতে পেরে স্থানীয় সময় রাত 9টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন তাঁর বাসভবনে (Imran Khan Calls Emergency Cabinet Meeting Tonight at his residence) ৷ জানা গিয়েছে, সেখানে মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অনাস্থাভোটের মুখোমুখি হতে বলে ৷ একইসঙ্গে ইমরানকে ইস্তফা দিতে বারণ করেন তাঁর সহযোগীরা ৷ এরপরেই সংসদে পৌঁছে যান ইমরান ৷ সূত্রের খবর, মধ্যরাতেই অনাস্থাভোটে নির্ধারিত হবে তাঁর ভাগ্য ৷
এর আগে শনিবার দুপুরেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোটের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি জানায় তেহরিক-ই-ইনসাফ ৷ কিন্তু সংসদে অনাস্থা ভোটাভুটির মধ্যেই কী কারণে বৈঠক ডাকলেন তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান, ক্রমেই বাড়ছে জল্পনা ৷ পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, অনাস্থা ভোট পিছোচ্ছে ৷ অর্থাৎ শনিবার নয়, ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে অন্য কোনওদিন ৷ রাত সাড়ে 9টা পর্যন্ত ফের মুলতুবি হয়েছে সংসদের অধিবেশনও ৷ সেই কারণেই কী বাসভবনে জরুরি বৈঠক ইমরানের ? গল্পে মোচড়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনওভাবেই ৷