ইসলামাবাদ, 1 এপ্রিল :প্রবলভাবে কোণঠাসা হলেও কিছুতেই মসনদ ছাড়বেন না তিনি ৷ বৃহস্পতিবার রাতে দেশের উদ্দেশে ভাষণে পাক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট জানিয়ে দিলেন, হাল ছাড়বেন না ৷ প্রাক্তন বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক বলে দিলেন, "শেষ বল পর্যন্ত খেলে যাব ৷"
বিলওয়াল ভুট্টো জ়ারদারির পিপিপি (পাকিস্তান পিপলস পার্টির) নেতৃত্বে জোটবদ্ধ হয়েছে বিরোধী শিবির ৷ তাদের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তান তেহরিখ-ই-ইনসাফ সরকারের সঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement) ৷ এতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে ইমরান সরকার ৷ 3 এপ্রিল ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হতে পারে, জানিয়েছেন স্বয়ং পিটিআই প্রধান (Pakistan PM Imran Khan says he will play till the last ball against his resignation) ৷
পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ইমরান খান পাকিস্তানের তখত থেকে একচুল নড়বেন না, ইস্তফা দেবেন না ৷ তিনি বলেন, "আমাকে কেউ কেউ পদত্যাগ করতে বলেছে ৷ আমি ইস্তফা দেব ? 20 বছর ধরে ক্রিকেট খেলেছি এবং আমি শেষ বলটা পর্যন্ত খেলা চালিয়ে গিয়েছি ৷ জীবনে কখনও হাল ছেড়ে দিইনি ৷" অনাস্থা ভোটের ফলাফল যাই হোক না কেন, তিনি আরও শক্তিশালী নেতা হিসেবে উঠে আসবেন, আশাবাদী পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ৷ এমনকি পাকিস্তানে পিটিআই (Pakistan Tehreek-E-Insaf) সরকারকে ফেলতে বিরোধী শিবিরের নেতারা 20-25 কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে, অভিযোগ তুলেছেন ইমরান খান (Pakistan PM Imran Khan) ৷
আরও পড়ুন : Next Pakistan PM : পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি নওয়াজ শরিফের ভাই ?