পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pakistan Taliban Kill Police: পাকিস্তানে তালিবানের হামলায় মৃত 4 পুলিশ কর্মী, আহত 6 - পাকিস্তানে তালিবানের হামলায় মৃত 4 পুলিশ কর্মী

আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ থানায় হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় চার পুলিশ কর্মীর (4 Pakistani police official killed by militants) ৷

Etv Bharat
নিজেদের অবস্থানে অনড় তালিবান

By

Published : Mar 30, 2023, 9:46 AM IST

Updated : Mar 30, 2023, 10:18 AM IST

পেশোয়ার, 30 মার্চ: গোত্র পরিবর্তন করেনি তালিবান ৷ তারা যে নিজেদের অবস্থানে অনড় এবং অটুট তা ফের একবের প্রমান করে দিল তালিবান ৷ আফগানিস্তানের পর এবার প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে তারা ৷ অন্তত বৃহস্পতিবার ভোরে উত্তর-পশ্চিম পাকিস্তানে যেভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা তাতে এই বিষয়টিই স্পষ্ট হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি পুলিশ স্টেশনে হামলার পাশাপাশি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বোমা মেরে উড়িয়ে দিল জঙ্গিরা ৷ ঘটনাস্থলে চার পুলিশ আধিকারীকের মৃত্য়ু হয়েছে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন। (Taliban attack in Pakistan, many police personnel dead)

জানা গিয়েছে, আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাকি মারওয়াতে একটি পুলিশ থানায় হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে পুলিশের একটি গাড়িতেও হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় চার পুলিশ কর্মীর ৷ (many police personnel dead) অন্য়দিকে, থানায় হামলার ঘটনায় 6 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশ আধিকারীক আশফাক খান জানিয়েছেন, জঙ্গি এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জন্য অনুসন্ধান চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন: প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন ! ফাটল পাক বিচারব্যবস্থায়

দুটি হামলারই দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান জঙ্গিরা। সূত্রের খবর, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী ইদানিং পাকিস্তানে হামলার মাত্রা বাড়িয়েছে। সরকারি সূত্রে খবর, 2021 সালে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই টিটিপি উৎসাহিত হয়েছে ৷ পাশাপাশি তালিবান দখলের পর থেকে অনেক টিটিপি নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয়ও পেয়েছেন। প্রসঙ্গত, এর আগে টিটিপির সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল পাকিস্তান সরকারের ৷ আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ফের পাকিস্তানে মাথাচাড়া দিয়ে উঠেছে টিটিপি ৷ এমনকি তারা চুক্তি ভেঙেছে বলেও অভিযোগ উঠেছে ৷

Last Updated : Mar 30, 2023, 10:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details