ইসলামাবাদ, 16 মার্চ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান চাইলে নিজের গ্রেফতারি এড়াতে পারেন ৷ তবে তার জন্য তাঁকে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে ৷ ইমরান যদি তেমনটা করতে রাজি হন, তাহলে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির প্রক্রিয়া রদ করে দেবেন ৷ বৃহস্পতিবার ইমরানের সামনে এই প্রস্তাব রেখেছেন স্থানীয় জেলা আদালতের এক বিচারক (Pakistan Judge offers to stop Arrest Attempts against Imran Khan) ৷
তোশাখানা কাণ্ডে (Toshakhana Case) ইমরান খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে চায় পাকিস্তানের নির্বাচন কমিশন (Election Commission of Pakistan) বা ইসিপি (ECP) ৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলছিল অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জাফর ইকবালের এজলাসে ৷ শুনানি চলাকালীন বিচারক বলেন, ইমরান খান যদি আদালতের কাছ থেকে কোনওরকম সহযোগিতা চান, তাহলে তার আগে তাঁকে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে ৷
এদিনের শুনানিতে ইমরান গরহাজির থাকলেও উপস্থিত ছিলেন তাঁর আইনজীবী ৷ তিনি আদালতকে জানান, আগামী 18 মার্চ তাঁর মক্কেল আদালতে হাজিরা দেবেন ৷ তারই প্রেক্ষিতে বিচারক উপরোক্ত মন্তব্যটি করেন ৷ তিনি বলেন, "আমরা চাই, ইমরান খান আদালতে আসুন ৷ তিনি আসছেন না কেন ? এর পিছনে কী কারণ রয়েছে ? আইন অনুসারে তো ইমরান খানের পুলিশকে সহযোগিতা করা উচিত ৷ পুলিশের বিরোধিতা করা উচিত নয় ৷"