ইসলামাবাদ, 23 সেপ্টেম্বর: দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে পাকিস্তানের এক সাংবাদিকের বিরুদ্ধে ৷ শুক্রবার পাকিস্তানের একটি আদালতের নির্দেশে দু'দিনের জন্য ওই সাংবাদিককে হেফাজতে নিল গোয়েন্দা সংস্থা এফআইএ ৷ এবিএন নিউজ চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে সাংবাদিক খালিদ জামিলকে গ্রেফতার করেছে ফেডারেশন ইনভেসটিগেশন এজেন্সি বা এফআইএ ৷
ধৃত সাংবাদিককে ইসলামাবাদের জেলা দায়রা আদালতে পেশ করা হলে তাঁকে দু'দিনের জন্য হেফাজতে নির্দেশ দেওয়া হয় ৷ এফআইএ তাদের এফআইআর রিপোর্টে জানিয়েছে, জামিল সামাজিক মাধ্যমে অত্যন্ত উসকানিমূলক পোস্ট করে প্রচার চালাচ্ছেন ৷ দেশের বিরুদ্ধে করা এই পোস্টগুলি মিথ্যা এবং ভুয়ো ৷ এই ধরনের কথা পড়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়বেন ৷ এর ফলে প্ররোচিত হয়ে পাকিস্তানের নাগরিকরা দেশের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অপরাধমূলক কাজকর্ম করতে পারে ৷ সাধারণ মানুষের জীবনে শান্তি বিঘ্নিত হবে ৷
এফআইএ তাদের অভিযোগে আরও জানিয়েছে, সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্টের ফলে সাধারণ মানুষ এবং প্রতিষ্ঠাগুলির মধ্যে গোলমালের সৃষ্টি হবে । তার ফলে পাকিস্তানের ক্ষতি হবে ৷ শুধু তাই নয়, জামিল বিচারব্যবস্থা-সহ দেশের প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে জনসাধারণকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন ৷ তবে দেশের মিডিয়া জামিলের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে ৷