নিউ ইয়র্ক, 10 মার্চ:পাকিস্তান এই মুহূর্তে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে (Pakistan in Perfect Storm of Crisis) ৷ বৃহস্পতিবার সংবাদসংস্থা এপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto Zardari) ৷ অর্থনৈতিক সমস্যা, বন্যা বিপর্যয় এবং সেই সঙ্গে সন্ত্রাসবাদ-সব মিলিয়ে পাকিস্তান কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে তিনি জানান ৷ আর এর জন্য তিনি দায়ী করেছেন, আফগানিস্তানে তালিবানের শাসনকে ৷ তালিবান আফগানিস্তান দখলের পরেই পাকিস্তানে সন্ত্রাসের ঘটনা বেড়েছে বলে দাবি করেছেন ভুট্টো ৷
পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির কথায়, অন্য দেশের মতো পাকিস্তানও, মেরুকরণ এবং বিভাজনের রাজনীতির শিকার ৷ পাকিস্তানের এই বেহাল অবস্থায় নগদ অর্থ সাহায্য প্রয়োজন বলে বিলাওয়াল মনে করেন ৷ তবে, সেই সঙ্গে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সমালোচনাও করেছেন বিদেশমন্ত্রী ৷ ফেব্রুয়ারি মাসে 2019 সালের চুক্তির শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের 6 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য আটকে দেওয়া হয়েছে ৷ আর এর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা ইমরান খানকে দায়ী করেছেন বিলাওয়াল ৷