ইসলামাবাদ, 21 সেপ্টেম্বর: পাকিস্তানের নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচন 2024 সালের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ৷ চরম অর্থ সংকটে জেরবার দেশ ৷ ওয়াকিবহল মহলের দাবি, রাজনৈতিক দলগুলির ক্রমাগত চাপের মধ্যে একপ্রকার বাধ্য হয়েই নির্বাচন ঘোষণা করেছে কমিশন ৷ সময়মতো নির্বাচনের জন্য এর আগে চাপ দিয়েছিল দেশের সবকটি রাজনৈতিক দল ।
এদিন এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে নির্বাচনী এলাকা সীমাবদ্ধকরণের কাজ পর্যালোচনা করা হচ্ছে ৷ আগামী 27 সেপ্টেম্বর নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের অভিযোগ এবং আপত্তি এই সময়ের মধ্যে দাখিল করতে পারবে ৷ এরপর নির্বাচন কমিশন (ইসিপি) সেইসব আপত্তি ও পরামর্শের সমাধান করবে । একই সঙ্গে, কমিশনের তরফে জানানো হয়েছে, আপত্তি ও পরামর্শ পর্যালোচনার পর আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা জারি করা হবে ৷
কমিশন জানিয়েছে, এলাকা নির্ধারণের কাজ শেষ হলে, 54 দিনের নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে ৷ কমিশনের দাবি, 2024 সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 9 আগস্ট পাকিস্তানে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল ৷ সাংবিধানিকভাবে এর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত ৷