পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pakistan General Elections :পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারিতেই, বিজ্ঞপ্তি জারি কমিশনের - ইসিপি

Pakistan General Elections on January:এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে নির্বাচনী এলাকা সীমাবদ্ধকরণের কাজ পর্যালোচনা করা হচ্ছে ৷ আগামী 27 সেপ্টেম্বর নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের অভিযোগ এবং আপত্তি এই সময়ের মধ্যে দাখিল করতে পারবে ৷

Etv Bharat
পাকিস্তানে সাধারণ নির্বাচন

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 6:51 PM IST

ইসলামাবাদ, 21 সেপ্টেম্বর: পাকিস্তানের নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচন 2024 সালের জানুয়ারী মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ৷ চরম অর্থ সংকটে জেরবার দেশ ৷ ওয়াকিবহল মহলের দাবি, রাজনৈতিক দলগুলির ক্রমাগত চাপের মধ্যে একপ্রকার বাধ্য হয়েই নির্বাচন ঘোষণা করেছে কমিশন ৷ সময়মতো নির্বাচনের জন্য এর আগে চাপ দিয়েছিল দেশের সবকটি রাজনৈতিক দল ।

এদিন এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই মুহূর্তে নির্বাচনী এলাকা সীমাবদ্ধকরণের কাজ পর্যালোচনা করা হচ্ছে ৷ আগামী 27 সেপ্টেম্বর নির্বাচনী এলাকা নির্ধারণের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের অভিযোগ এবং আপত্তি এই সময়ের মধ্যে দাখিল করতে পারবে ৷ এরপর নির্বাচন কমিশন (ইসিপি) সেইসব আপত্তি ও পরামর্শের সমাধান করবে । একই সঙ্গে, কমিশনের তরফে জানানো হয়েছে, আপত্তি ও পরামর্শ পর্যালোচনার পর আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা জারি করা হবে ৷

কমিশন জানিয়েছে, এলাকা নির্ধারণের কাজ শেষ হলে, 54 দিনের নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে ৷ কমিশনের দাবি, 2024 সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 9 আগস্ট পাকিস্তানে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল ৷ সাংবিধানিকভাবে এর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত ৷

আগের সরকার তার মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে আদমশুমারির ফলাফল অনুমোদন করেছিল ৷ যা কমিশনকে সর্বশেষ জনসংখ্যার ভিত্তিতে একটি নতুন নির্বাচনী জেলা গঠন করতে বাধ্য করেছিল। এই পদক্ষেপের ফলে আশংকা দেখা দিয়েছে যে, 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অর্থ,আগামী বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে ৷ কারণ সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় চার মাস সময় লাগবে ।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ভারতের

সংবিধান অনুয়ায়ী ইসিপিকে 120 দিনের মধ্যে সীমানা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । বর্তমানে পাকিস্তানে কেয়ারটেকার সরকার দেশ পরিচালনা করছে ৷ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কমিশন । দেশের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার জানান, অন্তর্বর্তী সরকার সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ পাশাপাশি নির্বাচনকে বিলম্ব করার জন্য কোনও অজুহাত তৈরি করবে না বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

...view details