পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Imran Khan: দেশের গোপন আইন লঙ্ঘন, সাইফার মামলায় অভিযুক্ত হলেন ইমরান খান - ইমরান খান

অগস্ট মাসে দেশের গোপন আইন লঙ্ঘনের অভিযোগে ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল । সাইফার মামলায় সোমবার তাঁকে অভিযুক্ত করল পাকিস্তানের বিশেষ আদালত ৷

Imran Khan
ইমরান খান

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 3:12 PM IST

ইসলামাবাদ, 23 অক্টোবর: সাইফার মামলায় অভিযুক্ত করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে । দেশের গোপন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ পাকিস্তানের বিশেষ আদালত সোমবার তাঁকে অভিযুক্ত করেছে ৷ অগস্টে 71 বছর বয়সি ইমরানকে গ্রেফতার করা হয় ৷ গত বছরের মার্চ মাসে ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের পাঠানো একটি সিক্রেট ডিপলোমেটিক কেবল (সাইফার) প্রকাশ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় ৷ এরপরেই সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল ।

ইমরানের সঙ্গে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও এই মামলায় অভিযুক্ত করা হয়েছে । পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সেই নথিটি একটি বর্ণনা তৈরি করতে ব্যবহার করেছিলেন যে বিদেশি ষড়যন্ত্রের ফলে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে । বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই মামলার শুনানি করেন । জিও নিউজের মতে, ইমরান খান এবং শাহ মাহমুদ কুরেশি অভিযোগ স্বীকার করেননি । তাঁরা বেকসুর বলে জানিয়েছেন ৷

অভিযুক্ত করার পর আদালত 27 অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছে ৷ সেদিন থেকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করবে । এর আগে গত সপ্তাহে মামলার শুনানির পর আদালত 23 অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছিল ৷ আদালত জানিয়েছিল, ইমরান খান এবং শাহ মাহমুদ কুরেশিকে আজ অভিযুক্ত করা হবে । ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) 30 সেপ্টেম্বর তাঁদের দু'জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে, যারা এর কপিতে স্বাক্ষর করেছিলেন ।

আরও পড়ুন:সাইফার মামলায় 13 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত ইমরান খানের

আদালত এর আগে 17 অক্টোবর ইমরান খানকে অভিযুক্ত করতে চেয়েছিল ৷ তবে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা তাঁকে চার্জশিটের কপি দেওয়া হয়নি বলে দাবি করেন ৷ এর কারণে ইমরানকে অভিযুক্ত করায় তাঁরা আপত্তি জানান ৷ এরপরে অভিযুক্ত করার বিষয়টি বিলম্বিত হয় । 29 অগস্ট ইসলামাবাদ হাইকোর্ট থেকে তোশাখানা মামলায় জামিন পেয়েছেন ইমরান খান ৷ তবে এরপরএও সাইফার মামলার কারণে তাঁকে কারাগারে থাকতে হচ্ছে ৷ এই মামলায় 5 অগস্ট তাঁকে লাহোর থেকে গ্রেফতার করা হয়েছিল । গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরানের বিরুদ্ধে 150টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে । (সংবাদ সংস্থা- পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details