টরেন্টো, 25 এপ্রিল: প্রয়াত সাংবাদিক তারেক ফাতেহ ৷ পাকিস্তান-কানাডার এই বর্ষীয়ান সাংবাদিকের মৃত্যুর খবরটি টুইট করে জানান তাঁর মেয়ে নাতাশা ফাতেহ ৷ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তারেক ফাতেহ ৷ সোমবার কানাডার টরেন্টোয় তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুকালে প্রবীণ সাংবাদিকের বয়স হয়েছিল 73 বছর ৷
তারেক-কন্যা নাতাশাও সাংবাদিক ৷ বাবার মৃত্যুতে তিনি টুইটারে লেখেন, "পঞ্জাবের সিংহ ৷ হিন্দুস্তানের সন্তান ৷ কানাডার প্রেমিক ৷ সত্যবাদী ৷ বিচারের জন্য লড়েছেন ৷ দুঃস্থ, নিপীড়িতের স্বর ৷ তারেক ফাতেহ তাঁর দায়িত্ব হস্তান্তর করে গিয়েছেন ৷ যাঁরা তাঁকে চিনতেন এবং ভালোবাসতেন, তাঁদের নিয়ে তাঁর বিপ্লব চলবে ৷ আপনি কি আমাদের সঙ্গে যোগ দেবেন ? 1949-2023 ৷"
বালোচিস্তানের বাসিন্দাদের অধিকারের জন্য সারাজীবন সরব হয়েছেন প্রয়াত তারেক ফাতেহ ৷ ভারতের বন্ধু এই সাংবাদিক জম্মু-কাশ্মীরে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের কট্টর সমালোচক ছিলেন ৷ তাঁর মেয়ে নাতাশা একটি সংবাদমাধ্যমে জানান, দেশভাগ তাঁর বাবার কাছে একটা খুব যন্ত্রণাদায়ক পর্ব ছিল ৷ তিনি কোনও দিন এই ঘটনা ভিতর থেকে মেনে নিতে পারেননি ৷
ভারত সম্পর্কে বাবা তারেকের উদ্ধৃতি তুলে মেয়ে নাতাশা বলেন, "যদি ভারত কখনও ভেঙে পড়ে, তাহলে দুনিয়া ভেঙে পড়বে ৷ আমার বাবা প্রায়শই বলতেন, পৃথিবীর জন্মলগ্নের শুরুতে পৃথিবীটা কালো আর সাদায় বিভক্ত ছিল ৷ তারপর ঈশ্বর ভারত সৃষ্টি করলেন ৷ ভারত থেকেই দুনিয়ার সব সুন্দর রংগুলির জন্ম হয়েছে ৷ আর সুন্দর আত্মা, অনুপ্রেরণারও ৷"
বিতর্ক জড়ানো নিয়ে ভাবতেন না নির্ভীক সাংবাদিক তারেক ফাতেহ ৷ তিনি পাকিস্তানের সমালোচনা করেছেন গিয়েছেন ৷ বালোচিস্তানের চরমপন্থী আন্দোলনকে সমর্থন করতেন ৷ তিনি স্বাধীন বালোচিস্তানের জন্য লড়েছিলেন ৷ এ প্রসঙ্গে তাঁর মেয়ে বলেন, "তিনি (তারেক ফাতেহ) বালোচিস্তানের জন্য, একটি সংঘবদ্ধ কুর্দিস্তানের জন্য, একটি মুক্ত ইরান, সুন্দর ভারত এবং একটি সুন্দর পৃথিবীর জন্য যুদ্ধ করে গিয়েছেন ৷ আমরা সবাই একই জগতের ৷ আমার বাবা এখন তাঁর জন্মস্থানে ফিরে গিয়েছেন ৷" প্রসঙ্গত তারেক ফাতেহ 1949 সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন ৷ এরপর 1987 সালে তিনি কানাডায় চলে যান ৷ সাংবাদিকতার পাশাপাশি তিনি বহু গ্রন্থ লিখেছেন ৷ এর মধ্যে অন্যতম 'দ্য জিউ ইজ নট মাই এনিমি: আনভেলিং দ্য মিথস দ্যাট ফুয়েল মুসলিম অ্যান্টি-সেমিটিজম' ৷
আরও পড়ুন: প্রয়াত প্রবীণ বাম নেতা-সাংবাদিক মৃদুল দে