লাহোর, 18 মার্চ: প্রথমে কনভয় দুর্ঘটনা, তার কিছুক্ষণ পরই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষাখানা মামলায় এদিন ইসলামাবাদ (Islamabad) আদালতে যাওয়ার পথে আচমকাই ইমরান খানের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে এখানেই শেষ নয়, এই ঘটনার কিছু পরেই জামান পার্ক এলাকায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে কার্যত হামলা চালানোর অভিযোগ উঠল পঞ্জাব প্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷
এই ঘটনার এদিন তীব্র নিন্দা করেন ইমরান খান টুইটে অভিযোগের সুরে করেছেন, "পঞ্জাব পুলিশ যখন আমার জামান পার্কের বাড়িতে ঢুকেছে, তখন বাড়িতে স্ত্রী বুশরা বিবি একা ছিলেন ৷ কোন আইনে তারা এসব করছে?" পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তরফে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির সামনে এদিন দুপুরে আচমকা বুলডোজার নিয়ে হাজির হয় পঞ্জাব (Punjab) প্রদেশের পুলিশ ৷ অভিযোগ, বড় সংখ্যক পুলিশবাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির গেট এবং পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, পুলিশ এদিন মোট 20 জন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতারও করেছে ৷