পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Imran Khan House Attacked: গেট ভেঙে ইমরানের বাড়ি ঢুকল পুলিশ, গ্রেফতার 20 পিটিআই সমর্থক - Pak police break into Imran Khans House

আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় কনভয়ে দুর্ঘটনার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান (Former Prime Minister Imran Khan) খানের বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষা খানা মামলায় চরম অস্বস্তিতে ইমরান ৷

Etv Bharat
ইমরান খান

By

Published : Mar 18, 2023, 4:24 PM IST

লাহোর, 18 মার্চ: প্রথমে কনভয় দুর্ঘটনা, তার কিছুক্ষণ পরই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বাড়ির গেটের একটা অংশ ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ ৷ তোষাখানা মামলায় এদিন ইসলামাবাদ (Islamabad) আদালতে যাওয়ার পথে আচমকাই ইমরান খানের কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে এখানেই শেষ নয়, এই ঘটনার কিছু পরেই জামান পার্ক এলাকায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে কার্যত হামলা চালানোর অভিযোগ উঠল পঞ্জাব প্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷

এই ঘটনার এদিন তীব্র নিন্দা করেন ইমরান খান টুইটে অভিযোগের সুরে করেছেন, "পঞ্জাব পুলিশ যখন আমার জামান পার্কের বাড়িতে ঢুকেছে, তখন বাড়িতে স্ত্রী বুশরা বিবি একা ছিলেন ৷ কোন আইনে তারা এসব করছে?" পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর তরফে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির সামনে এদিন দুপুরে আচমকা বুলডোজার নিয়ে হাজির হয় পঞ্জাব (Punjab) প্রদেশের পুলিশ ৷ অভিযোগ, বড় সংখ্যক পুলিশবাহিনী প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির গেট এবং পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে যায় ৷ শুধু তাই নয়, পুলিশ এদিন মোট 20 জন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতারও করেছে ৷

আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের পরোয়ানা মূল্যহীন ! জানিয়ে দিল রাশিয়া

সূত্রের খবর, জামান পার্ক এলাকায় ইমরানের বাড়ির সামনেই কর্মী-সমর্থকদের শিবির ছিল ৷ পুলিশ (Police) পালটা দাবি করেছে ওই শিবিরগুলি ভাঙতেই এই অভিযান করা হয়েছিল ৷ পাঞ্জাব পুলিশ সূত্রে সূত্রের খবর, ইমরানের বাড়িতে ঢোকার আগে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে পুলিশ ঘোষণা করে ৷ সুতরাং এই অবস্থায় কোনও জমায়েত করা যাবে না বলেও জানানো হয় ৷ পুলিশের দাবি, 144 ধারা না-মানার জন্য় এবং আইন ভাঙার কারণেই পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৷ অন্য়দিকে ইমরান খানের বাড়িতে ঢোকার বিষয়ে কোনও মন্তব্য় করেননি সে দেশের পুলিশ আধিকারীকরা ৷

সম্প্রতি তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার করতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে ৷ পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ ৷ পুলিশের বিরুদ্ধে সেসময় গুলি চালানোর অভিযোগ করেছিলেন খোদ ইমরান খান ৷ এবার খোদ ইমরানের বাড়িতেই অভিযান চালাল পুলিশ ৷ পিটিআই অবশ্য় এদিনের পুলিশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতির অঙ্গ বলছে ৷

ABOUT THE AUTHOR

...view details