ইসলামাবাদ, 18 ডিসেম্বর:চব্বিশ ঘণ্টাও কাটেনি, 'পরমাণু যুদ্ধ' থেকে অবস্থান বদলে নিজের দেশকে দায়িত্বপূর্ণ বললেন পাকিস্তানের মন্ত্রী শাজিয়া আত্তা মারি ৷ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি৷ তাঁর মন্তব্যকে 'অসামাজিক' (Uncivilised Outburst) বলে তুলোধনা করেছে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ এই ঘটনার পরে পাকিস্তানের পিপিপি নেত্রী তথা মন্ত্রী শাজিয়া ভারতকে পালটা পরমাণু যুদ্ধের (Nuclear War) হুঁশিয়ারি দিয়েছিলেন (Shazia Marri Threats India of Nuclear War) ৷
তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে বুঝে তড়িঘড়ি সেই মন্তব্য সামাজিক মাধ্যম থেকে মুছে দেন পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ৷ পরে শাজিয়া টুইট করেন, "পাকিস্তান একটি দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ ৷ ভারতের কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতের মন্ত্রীর উসকানিমূলক মন্তব্যের জবাব দিয়েছেন ৷" জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে (Fight against Terrorism) ভারতের থেকে পাকিস্তান অনেক বেশি আত্মত্যাগ করেছে ৷ তাঁর আরও অভিযোগ, মোদি সরকার ভারতে চরমপন্থা এবং ফ্যাসিজম (Extremism and Fascism) ছড়াচ্ছে ৷