পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pak Minister Changes Voice: 'পরমাণু যুদ্ধ নয়, দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ', টুইট পাক মন্ত্রীর

ভারত যেন না-ভোলে যে পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে ৷ এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের মন্ত্রী শাজিয়া আত্তা মারি ৷ পরে অবশ্য তাঁর মন্তব্য থেকে সরে আসেন ৷ টুইটারে লেখেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হলেও, তার কাণ্ডজ্ঞান আছে (Pakistan Nuclear State Threat) ৷

Pakistan
ETV Bharat

By

Published : Dec 18, 2022, 5:23 PM IST

ইসলামাবাদ, 18 ডিসেম্বর:চব্বিশ ঘণ্টাও কাটেনি, 'পরমাণু যুদ্ধ' থেকে অবস্থান বদলে নিজের দেশকে দায়িত্বপূর্ণ বললেন পাকিস্তানের মন্ত্রী শাজিয়া আত্তা মারি ৷ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি৷ তাঁর মন্তব্যকে 'অসামাজিক' (Uncivilised Outburst) বলে তুলোধনা করেছে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷ এই ঘটনার পরে পাকিস্তানের পিপিপি নেত্রী তথা মন্ত্রী শাজিয়া ভারতকে পালটা পরমাণু যুদ্ধের (Nuclear War) হুঁশিয়ারি দিয়েছিলেন (Shazia Marri Threats India of Nuclear War) ৷

তবে এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে বুঝে তড়িঘড়ি সেই মন্তব্য সামাজিক মাধ্যম থেকে মুছে দেন পাকিস্তান পিপলস পার্টির নেত্রী ৷ পরে শাজিয়া টুইট করেন, "পাকিস্তান একটি দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ ৷ ভারতের কয়েকটি সংবাদমাধ্যম এ নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রী ভারতের মন্ত্রীর উসকানিমূলক মন্তব্যের জবাব দিয়েছেন ৷" জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে (Fight against Terrorism) ভারতের থেকে পাকিস্তান অনেক বেশি আত্মত্যাগ করেছে ৷ তাঁর আরও অভিযোগ, মোদি সরকার ভারতে চরমপন্থা এবং ফ্যাসিজম (Extremism and Fascism) ছড়াচ্ছে ৷

কী বলেছিলেন পাকিস্তানের মন্ত্রী শাজিয়া আত্তা মারি (Shazia Atta Marri threatens India with Nuclear War) ?

এর আগে বিলওয়াল ভুট্টোর (Bilawal Bhutto Zardari, Minister of Foreign Affairs of Pakistan) সমর্থনে শাজিয়া মাররি একটি সংবাদসংস্থায় রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, "ভারত যেন ভুলে না যায়, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে ৷ আমাদের পরমাণু শক্তিধর দেশ চুপচাপ বসে থাকবে না ৷ সময় এলে আমরা কিন্তু পিছিয়ে যাব না ৷"

তিনি আরও জানান, মোদি সরকার যুদ্ধে নামলে উত্তর পেয়ে যাবে ৷ পাকিস্তানকে নীরব থাকার জন্য পরমাণু শক্তিধর দেশের (Nuclear State) তকমা দেওয়া হয়নি ৷ পাকিস্তানও উত্তর দিতে জানে ৷ তিনি বলেন, "পাকিস্তানের বিরুদ্ধে বারে বারে অভিযোগ করতে থাকলে, পাকিস্তান চুপ করে শুনবে না ৷ এমনটা হবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details