পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Khawaja Asif comments on Terrorism: 'বছর খানেক আগে দেশে সন্ত্রাসবাদ ফিরিয়েছে সরকার !' তোপ পাক প্রতিরক্ষামন্ত্রীর

সন্ত্রাসবাদ ইস্যুতে পূর্বতন ইমরান খানের সরকারকে কাঠগড়ায় তুললেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif comment on Terrorism) ৷ কী বললেন তিনি ?

Pak Defence Minister Khawaja Asif blames previous Government for bring back Terrorism in the country
পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

By

Published : Feb 19, 2023, 8:57 PM IST

ইসলামাবাদ, 19 ফেব্রুয়ারি: সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য দেশের পূর্বতন সরকারকে দায়ী করলেন পাকিস্তানের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ (Khawaja Asif comments on Terrorism) ৷ শনিবার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন তিনি ৷ তবে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেও একবারের জন্যও তাদের নাম করেননি খাওয়াজা আসিফ ৷

উল্লেখ্য, শুক্রবার ফের একবার সন্ত্রাসবাদী হামলার শিকার হতে হয় পাকিস্তানকে ৷ পাক পুলিশের করাচির কার্যালয়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা ৷ সেই প্রসঙ্গেই শনিবার মন্তব্য করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, "গতকাল রাতে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার লড়াই করেছে ৷ আসলে বছর খানেক আগেই ওদের (জঙ্গিগোষ্ঠী টিটিপি) এদেশে ফের আমদানি করা হয় ৷ সেই সময়েই এই জঙ্গিদের (পাকিস্তানে) পুনর্বাসন দেওয়া হয় !" অর্থাৎ, পাক প্রতিরক্ষামন্ত্রীর বার্তা হল, পূর্বতন ইমরান খানের সরকারই সরাসরি পাক-ভূখণ্ডে সন্ত্রাসবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ! আর তার ফল ভোগ করতে হচ্ছে পাকিস্তানের বর্তমান সরকার ও প্রশাসনকে ৷

আরও পড়ুন:করাচির পুলিশ প্রধানের দফতরে জঙ্গিহামলা

প্রসঙ্গত, করাচিতে পুলিশবাহিনীর সংশ্লিষ্ট প্রধান আধিকারিকের কার্যালয় রয়েছে ৷ সেখানেই শুক্রবার জঙ্গিহামলার ঘটনা ঘটে ৷ স্থানীয় সময় সন্ধে 7টা 10 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ৷ হামলার পর দফায় দফায় পাঁচতলা ভবনের পুরোটাই খালি করে দেওয়া হয় ৷ তারপরও পুলিশবাহিনী ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময় চলতে থাকে ৷ সেই 'অপারেশন' শেষ হয় রাত 11টা 46 মিনিট নাগাদ ৷

এই অভিযানে পাক সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ, পাকিস্তান রেঞ্জার্স সিন্ধ এবং সিন্ধ পুলিশ একত্রে ঘণ্টার পর ঘণ্টা ধরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গুলির লড়াই চালিয়ে যায় ৷ এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 19 জন ৷ নিহতদের মধ্য়ে তিনজনই সন্ত্রাসবাদী ৷ তারা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে দাবি সংশ্লিষ্ট প্রশাসনের ৷ প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, দেশের পূর্বতন সরকারের জন্যই শুক্রবার ফের একবার পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের ঘটনা ঘটেছে ! অর্থাৎ, এই ঘটনায় নিজেদের যাবতীয় দায় ঝেড়ে ফেলল শাহবাজ শরিফের সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details