পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বের 50টির বেশি দেশে সাধারণ নির্বাচন চলতি বছর, ভারত ছাড়াও তালিকায় যুক্তরাষ্ট্র-রাশিয়া-পাকিস্তান - Election

Over 50 countries go to the polls in 2024: এবছর শুধু ভারতেই নয়, বিশ্বের 50টিরও বেশি দেশে সাধারণ নির্বাচন ৷ তার মধ্যে আমেরিকা, রাশিয়া ছাড়া দক্ষিণ এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ আছে ৷

ETV Bharat
50টিরও বেশি দেশে নির্বাচন

By ETV Bharat Bangla Team

Published : Jan 16, 2024, 3:23 PM IST

নয়াদিল্লি, 16 জানুয়ারি: চলতি বছরে বিশ্বের 50টিরও বেশি দেশে নির্বাচন ৷ জনসংখ্যার নিরিখে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এই দেশগুলিতে বসবাস করে ৷ ভারত ছাড়া আমেরিকা, রাশিয়া, তাইওয়ান, ব্রিটেন, পাকিস্তান, এল সালভাদোর, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে 2024 সালে ৷ এরমধ্যে বাংলাদেশ, তাইওয়ানে নির্বাচন হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷

গত শনিবারই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল ৷ যে নির্বাচনে চিনের চাপ ছিল বলে জানা গিয়েছে ৷ এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং আমেরিকার জন্য তাইওয়ানের নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভোটের আগে এই দ্বীপরাষ্ট্রে বেজিং সেনাবাহিনী পাঠানোর হুমকি দিয়েছিল ৷ দেশের 230 লক্ষ মানুষ ভোট দিয়েছে ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উইলিয়াম লাই ৷ নির্বাচনে জিতে চিনের আগ্রাসী ক্ষমতা থেকে তাইওয়ানকে রক্ষা করবেন বলে কথা দিয়েছেন দেশের নয়া প্রেসিডেন্ট ৷

অন্যদিকে 7 জানুয়ারি সাধারণ নির্বাচন হয়ে গেল ভারতের পড়শি দেশ বাংলাদেশে ৷ চতুর্থবারের জন্য জয়ী হয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ৷ প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু-কন্যা ৷ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারতেও এপ্রিল-মে মাসে নির্বাচন ৷ এদিকে এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলের ভাগ্য নির্ধারণ হবে ফেব্রুয়ারি মাসে ৷ জুন মাসে নির্বাচন মেক্সিকোয় ৷ মাদক সংক্রান্ত হিংসার ঘটনায় জেরবার এই দেশ ৷ এই দেশের প্রেসিডেন্টের কাছে অন্যতম চ্যালেঞ্জ দেশের মাদক সমস্যা ৷ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র ইন্দোনেশিয়ায় ভোট আগামী ফেব্রুয়ারি মাসে ৷ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের নির্বাচনও ফেব্রুয়ারিতে ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দি ৷ তাও তিনি ভোটে লড়বেন বলে জানা গিয়েছে ৷ তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৷

আরও পড়ুন:

  1. সুপ্রিম রায়ে নির্বাচনী প্রতীক 'ব্যাট' না পেয়ে নির্দল হয়েই ভোটে লড়বে ইমরানের দল
  2. বাংলাদেশে ফের হাসিনা সরকার, মোদি-মমতার শুভেচ্ছা বঙ্গবন্ধু-কন্যাকে
  3. সেনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়ার পর মলদ্বীপকে পালটা নয়াদিল্লির

ABOUT THE AUTHOR

...view details