পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 12:07 PM IST

ETV Bharat / international

Opium Cultivation in Afghanistan: 95 শতাংশ কমেছে আফিম চাষ, ধাক্কা খাবে অর্থনীতি; অনুমান রাষ্ট্রসঙ্ঘের

UN report on Opium Cultivation: নিষেধাজ্ঞা জারির পর গত বছরে আফগানিস্তানে 95 শতাংশ কমেছে আফিমের উৎপাদন ৷ এমনটাই রিপোর্টে দাবি করেছে রাষ্ট্রসংঘ ৷

Opium Cultivation in Afghanistan
আফিম চাষ ও উৎপাদন

কাবুল, 6 নভেম্বর: আফগানিস্তানে আফিমের চাষ থেকে শুরু করে উৎপাদন 95 শতাংশ কমেছে ৷ রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিসের রিপোর্ট এমন তথ্যই প্রকাশ পেয়েছে । রবিবার রাষ্ট্রসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিসের পক্ষ থেকে এই রিপোর্টটি জারি করা হয়েছে ৷ তাতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হয়েছে ৷ এই নিষেধাজ্ঞার পর আফিম চাষ আগের বছরের 23 হাজার 300 হেক্টর থেকে কমে 10 হাজার 800 হেক্টরে নেমে এসেছে । সংখ্যা থেকেই বোঝা যাচ্ছে, চাষের পরিমাণ প্রায় 95 শতাংশ কমেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, আফিম চাষ কমার বিষয়টি থেকে কৃষকদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। এ দেশের বেশিরভাগ কৃষক আফিম উৎপাদনের সঙ্গে যুক্ত। এটাই তাঁদের আয়ের প্রাথমিক উৎস। এখান থেকে আয় হওয়া টাকার সাহায্যে সংসা চলে তাঁদের। সেখানে অফিম চাষ এতটা কমায় কৃষকদের আর্থিক পরিস্থিতি যে খারাপ হয়েছে তাতে সন্দেহের বিশেষ কোনও অবকাশ নেই।

রিপোর্ট অনুসারে, আফিম চাষের এই মারাত্মক হ্রাস এমন একটি দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে ৷ পরিণতিও খারাপ হতে পারে ৷ কারণ এখানে আগে জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ মানবিক সহায়তার উপর নির্ভরশীল ছিল ৷ উল্লেখযোগ্যভাবে, আফগানিস্তানকে আগে আফিমের বৃহত্তম রপ্তানিকারক হিসাবে বিবেচনা করা হত, যা বিশ্বে অবৈধ আফিমের প্রায় 80 শতাংশ সরবরাহ করে ।

আরও পড়ুন:গোঘাটে মাঠের পর মাঠ জুড়ে চলছে বেআইনি পোস্ত চাষ, নির্বিকার প্রশাসন

তালিবান কর্তৃপক্ষ 2022 সালে আফগানিস্তানে মাদকের চাষ ও উৎপাদন নিষিদ্ধ করেছিল । বিশেষজ্ঞদের মতে, তালিবান প্রশাসন আন্তর্জাতিক বৈধতা অর্জনের জন্য এই পদক্ষেপটি গ্রহণ করেছিল ৷ এমনটাই এই রিপোর্টে উল্লেখ করেছে । গবেষণা প্রতিষ্ঠান আলসিস দাবি করেছে, স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে উঠে এসেছে যে হেলমান্দ প্রদেশে আফিম চাষ 80 শতাংশ কমেছে। একই সময়ে আফিম চাষ 2023 সালে বাদাখশানের মতো পার্বত্য অঞ্চলে বৃদ্ধি পেয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details