পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

NDRF Rescues Girl in Turkey: গাজিয়ানতেপে ধ্বংসস্তূপে প্রাণের সাড়া ! নাবালিকা উদ্ধারে সফল এনডিআরএফ - Turkey Earthquake Death Toll

বিপর্যস্ত তুরস্কের পাশে ভারতের অপারেশন দোস্ত ৷ বৃহস্পতিবার এনডিআরএফ দল ইট-কংক্রিটের নীচ থেকে এক শিশু কন্যাকে জীবিত অবস্থায় বের করে নিয়ে আসে ৷ তার বয়স 6 ৷ এই সাফল্যে গর্বিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah proud over NDRF in Operation Dost) ৷

Operation Dost NDRF in Turkey
তুরস্কে এনডিআরএফ

By

Published : Feb 10, 2023, 8:05 AM IST

Updated : Feb 10, 2023, 8:35 AM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: ধ্বংসস্তূপ থেকে মিলল প্রাণের সন্ধান ! বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানতেপের বেরেনে 6 বছরের এক নাবালিকাকে উদ্ধার করে এনডিআরএফ দল ৷ 6 ফেব্রুয়ারি কাকভোরে 7.8 তীব্রতার শক্তিশালী ভূমিকম্প এবং তার 9 ঘণ্টার মধ্যে 7.5 তীব্রতার দ্বিতীয় ভূমিকম্পে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ ইট-কংক্রিট-সিমেন্টের স্তূপের নীচ থেকে নাবালিকাকে খুঁজে পায় ভারতীয় উদ্ধারকারীরা ৷ ভূমিকম্পের 72 ঘণ্টা পেরিয়ে গেলেও সে জীবিত রয়েছে ৷ আহত মেয়েটিকে উদ্ধারের একটি 10 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছে এনডিআরএফ ৷

সেটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই কাজে গর্ব প্রকাশ করে লেখেন, "এনডিআরএফের জন্য গর্বিত ৷ তুরস্কে অপারেশনে আইএনডি-11 দল গাজিয়ানতেপের বেরেন থেকে একটি 6 বছরের মেয়েকে উদ্ধার করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আমরা এনডিআরএফএইচকিউ-কে বিশ্বের প্রধান উদ্ধারকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ ৷ #অপারেশন দোস্ত ৷" সোমবারের জোড়া ভূমিকম্পের পর চার দিন পেরিয়ে গিয়েছে ৷ মৃতের সংখ্যা 20 হাজার ছাড়িয়েছে ৷ আহত 72 হাজারেরও বেশি বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্য়া ছাড়াল 17 হাজার, কমছে জীবন্ত উদ্ধারের সম্ভাবনা

একটি বিবৃতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানায়, "বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানতেপের নুরদাগি শহরে ভেঙে যাওয়া বাড়িঘরের স্তূপের নীচ থেকে 6 বছরের একটি শিশুকন্যাকে উদ্ধার করা হয় ৷ তাঁর দেহে প্রাণ আছে ৷ এনডিআরএফ (National Disaster Response Force, NDRF) ও এএফএডির (Disaster and Emergency Management Authority, AFAD) যৌথ উদ্যোগে এই অপারেশন হয়েছে ৷" এনডিআরএফ উদ্ধারকারীরা এখনও পর্যন্ত 8টি মৃতদেহ বের করতে পেরেছে ৷ 7 ফেব্রুয়ারি থেকে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এই উদ্ধারকার্য চলছে ৷ এই অপারেশন এবং ভারত থেকে তুরস্কে আসা সামগ্রীর উপর কড়া নজরদারি রাখছে দিল্লির এনডিআরএফ-এর ডিজি ৷ এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তুরস্কের উদ্দেশ্যে ভারতীয় বায়ুসেনার 6 নম্বর বিমান রওনা দিয়েছে ৷ তাতে আরও উদ্ধারকারী দল, প্রয়োজনীয় সামগ্রী এবং ভূমিকম্পে বিধ্বস্ত মানুষদের জন্য ওষুধ, ডগ-স্কোয়াড রয়েছে ৷

Last Updated : Feb 10, 2023, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details