নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: ধ্বংসস্তূপ থেকে মিলল প্রাণের সন্ধান ! বৃহস্পতিবার তুরস্কের গাজিয়ানতেপের বেরেনে 6 বছরের এক নাবালিকাকে উদ্ধার করে এনডিআরএফ দল ৷ 6 ফেব্রুয়ারি কাকভোরে 7.8 তীব্রতার শক্তিশালী ভূমিকম্প এবং তার 9 ঘণ্টার মধ্যে 7.5 তীব্রতার দ্বিতীয় ভূমিকম্পে প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ ইট-কংক্রিট-সিমেন্টের স্তূপের নীচ থেকে নাবালিকাকে খুঁজে পায় ভারতীয় উদ্ধারকারীরা ৷ ভূমিকম্পের 72 ঘণ্টা পেরিয়ে গেলেও সে জীবিত রয়েছে ৷ আহত মেয়েটিকে উদ্ধারের একটি 10 সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছে এনডিআরএফ ৷
সেটি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই কাজে গর্ব প্রকাশ করে লেখেন, "এনডিআরএফের জন্য গর্বিত ৷ তুরস্কে অপারেশনে আইএনডি-11 দল গাজিয়ানতেপের বেরেন থেকে একটি 6 বছরের মেয়েকে উদ্ধার করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে আমরা এনডিআরএফএইচকিউ-কে বিশ্বের প্রধান উদ্ধারকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে দায়বদ্ধ ৷ #অপারেশন দোস্ত ৷" সোমবারের জোড়া ভূমিকম্পের পর চার দিন পেরিয়ে গিয়েছে ৷ মৃতের সংখ্যা 20 হাজার ছাড়িয়েছে ৷ আহত 72 হাজারেরও বেশি বলে জানা গিয়েছে ৷