হায়দরাবাদ, 11 মার্চ:গ্লুকোমা একটি অত্যন্ত জটিল চোখের অসুখ ৷ সঠিক সময় সঠিক চিকিৎসা না করা হলে এর জন্য দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে ৷ এমনকী, আক্রান্ত ব্যক্তি অন্ধও হয়ে যেতে পারেন ৷ এই বিষয়ে মানুষকে সচেতন করতেই প্রতিবছর 12 মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস (World Glaucoma Day 2023) পালন করা হয় ৷ যৌথভাবে এই আয়োজনের নেপথ্যে রয়েছে দু'টি আন্তর্জাতিক সংস্থা ৷ এগুলি হল, ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড গ্লুকোমা পেশেন্ট অ্য়াসোসিয়েশন ৷ গ্লুকোমা দিবসের সঙ্গেই পালন করা হয় বিশ্ব গ্লুকোমা সপ্তাহ (World Glaucoma Week) ৷ প্রতিবছর 12 মার্চ থেকে এই সপ্তাহ শুরু হয় ৷ চলে 18 মার্চ পর্যন্ত ৷ এই কর্মসূচির স্লোগান হল, 'দ্য ওয়ার্ল্ড ইজ ব্রাইট, সেভ ইয়োর সাইট' ৷ অর্থাৎ, 'পৃথিবী উজ্জ্বল, নিজের দৃষ্টিশক্তি রক্ষা করুন' ৷
গ্লুকোমাকে চলতি ভাষায় অনেকে 'ব্ল্যাক ক্য়াটাব়্যাক্ট' বলেন ৷ যা সঠিক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে, গ্লুকোমা কোনও একটিমাত্র অসুখ নয় ৷ এটি আসলে চোখের অনেকগুলি সমস্যার একটি সমষ্টি ৷ যার জেরে চোখের মধ্যে থাকা এবং দৃষ্টিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত স্নায়ুগুলি ক্ষতিগ্রস্ত হয় ৷ যদি সঠিক সময় রোগ নির্ণয় ও নিরাময় না করা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তি চিরতরে তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন ৷ গ্লুকোমা সাধারণত তিন ধরনের হয় ৷ এগুলি হল, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এবং নরম্যাল টেনশন গ্লুকোমা ৷