টোকিয়ো, 16 মার্চ: SARS-CoV-2 ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট হল এক্সবিবি.1.5 ৷ এর সংক্রমণ ক্ষমতা সাংঘাতিক বেশি (Omicron New Variant Highly Infectious)৷ ল্যানসেট ইনফেকশাস ডিজিস পত্রিকায় প্রকাশিত সমীক্ষায় এমনটাই দাবি করা হয়েছে (Lancet Report on Omicron)। জাপানের টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন যে, XBB.1.5 এর আপেক্ষিক কার্যকর প্রজনন সংখ্যা (Re) তার পেরেন্ট এক্সবিবি.1 এর থেকে 1.2-গুণ বেশি ।
এটি ইঙ্গিত দেয় যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন ব্যক্তি এক্সবিবি.1-এর থেকে তুলনায় জনসংখ্যার 1.2 গুণ বেশি লোককে সংক্রমিত করতে পারেন । টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির গবেষক জাম্পেই ইতো বলেছেন, "আমাদের পাওয়া তথ্য থেকে জানা যায় যে এক্সবিবি.1.5 দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ৷"
এক্সবিবি.1.5 এর কারণে পরবর্তী মহামারী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন ডিভিশন অফ সিস্টেম ভাইরোলজির অধ্যাপক কেই সাতো ৷ তিনি বলেছেন, জনস্বাস্থ্য রক্ষার জন্য এই ভ্যারিয়েন্টকে সাবধানে পর্যবেক্ষণ করা প্রয়োজন ৷ গবেষকরা দেখেছেন যে, এক্সবিবি.1.5 ভ্যারিয়েন্টটির স্পাইক (এস) প্রোটিনে একটি অভিনব রূপান্তর রয়েছে ৷ এস প্রোটিন ভাইরাসের মানব কোষের আক্রমণকে সহজতর করে ।