হায়দরাবাদ, 16 জানুয়ারি:নেপালে রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার সময় অবতরণের আগে ভেঙে পড়ে (Nepal Plane Crash Updates) ইয়েতি এয়ারলাইন্সের টুইন-ইঞ্জিন এটিআর 72-500 বিমান (Nepal crash all you need to know about ATR planes)৷ এই বিমান কতটা সুরক্ষিত তা নিয়ে এ বার প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে এই মডেলের বিমান ৷ প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ উদ্বেগ বেড়েছে নেপালের অসামরিক বিমান পরিবহণ শিল্প নিয়েও (Nepal Aviation Administration)৷
মারাত্মক বিমান দুর্ঘটনার তালিকায় পোখরা
রবিবার দুর্ঘটনার কবলে পড়া বিমানে 15 জন বিদেশি নাগরিক এবং চারজন ক্রু সদস্য-সহ 72 জন আরোহী ছিলেন । বিদেশিদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন দক্ষিণ কোরিয়ার এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্সের একজন করে যাত্রী ছিলেন । দুর্ঘটনায় কমপক্ষে 68 জন নিহত এবং 4 জন নিখোঁজ ৷ তিন দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনাগুলির তালিকায় চলে এসেছে এই দুর্ঘটনা ৷
দুর্ঘটনা নতুন নয় এটিআর 72 মডেলের বিমানে
বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা সংক্ষিপ্ত আঞ্চলিক উড়ানের জন্য ব্যবহার করে এটিআর 72 । 1980-এর দশকের শেষের দিকে ফরাসি এবং ইতালীয় অংশীদারিত্বে প্রবর্তিত এই বিমানের মডেলটি বছরের পর বছর ধরে বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে । তাতে প্রাণও গিয়েছে অনেকের ৷
এটিআর 72 বিমান দুর্ঘটনার ইতিবৃত্ত
এর আগে তাইওয়ানে মাত্র কয়েক মাসের ব্যবধানে এটিআর 72-500 এবং এটিআর 72-600 বিমানের দু'টি দুর্ঘটনা ঘটেছিল । 2014 সালের জুলাই মাসে একটি ট্রান্সএশিয়া এটিআর 72-500 উড়ান তাইওয়ান এবং চিনের মধ্যে মনোরম পেঙ্গু দ্বীপপুঞ্জে অবতরণের চেষ্টা করার সময় ভেঙে পড়ে ৷ এতে 48 জনের মৃত্যু হয় ।
2015 সালের ফেব্রুয়ারিতে একই তাইওয়ানিজ এয়ারলাইন দ্বারা পরিচালিত একটি এটিআর 72-600 তাইপেইতে টেকঅফের পরপরই ভেঙে পড়ে ৷ এর একটি ইঞ্জিন ফেলিওর হয় এবং দ্বিতীয়টি ভুলবশত বন্ধ হয়ে যায় । 2015 সালের দুর্ঘটনার ফুটেজ ক্যামেরাবন্দি হয় ৷ সেখানে দেখা যায় যে, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সিকে আঘাত করে ৷ এই দুর্ঘটনায় 43 জনের মৃত্যু হয় ৷ যার ফলে কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য তাইওয়ানি-নিবন্ধিত সমস্ত এটিআর 72 না ওড়ানোর সিদ্ধান্ত নেয় ৷ ট্রান্সএশিয়া 2016 সালে সমস্ত ফ্লাইট বন্ধ করে দেয় এবং পরে ব্যবসা বন্ধ করে দেয় ।
আরও পড়ুন:দুর্ঘটনার মুহূর্তে ফেসবুকে লাইভ 4 যুুবকের, দেখুন ভিডিয়ো