পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sex Dolls in South Korea: পূর্ণাবয়ব সেক্স ডল আমদানিতে ছাড় দিল দক্ষিণ কোরিয়া

এবার থেকে দেশে মিলবে সেক্স ডল ৷ তাও পূর্ণাবয়ব । এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার ৷ তবে এখনও আইনি ফাঁকফোকর রয়ে গিয়েছে ৷ তাই অভিবাসন দফতর এখনও অন্য দেশ থেকে আসা সেক্স ডল বাজেয়াপ্ত করছে (Sex Doll Import in South Korea) ৷

Sex Doll
ETV Bharat

By

Published : Dec 27, 2022, 10:17 AM IST

Updated : Dec 27, 2022, 11:38 AM IST

সিওল, 27 ডিসেম্বর: পূর্ণাবয়ব সেক্স ডল আমদানিতে সরকারি নিষেধাজ্ঞা তুলে নিল দক্ষিণ কোরিয়া ৷ কোনও ব্যক্তির ব্যক্তিগত জীবনে সরকারের নাক গলানোর সীমা কতদূর ? এ নিয়ে সারা বছর বিতর্ক চলেছে দেশে ৷ বছর-শেষে তাই এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়া প্রশাসনের ৷ তবে এখনও এ বিষয়ে কোনও সরকারি আইন বা নিয়ম লাগু করা হয়নি ৷ তাই কাস্টম যথারীতি শ'য়ে শ'য়ে, হাজারে হাজারে সেক্স ডল বাজেয়াপ্ত করে যাচ্ছে ৷

আর এই বাজেয়াপ্ত করার পিছনে সবসময় একটাই কারণ দেখানো হয়- দেশের পরম্পরাগত সৌন্দর্য এবং জনসাধারণের নৈতিক (Public Morality) দিকটির ক্ষতি করছে, আইনত এমন জিনিসের আমদানি করা যাবে না ৷ তবে আমদানি করা সংস্থাগুলি এ নিয়ে অভিযোগ দায়ের করে আদালতের দ্বারস্থ হয়েছে ৷ এরকম ক্ষেত্রে আদালতের বেশির ভাগের পক্ষে রায় দিয়ে সেক্স ডলগুলি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ আদালত জানিয়েছে, এতে মানুষের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ (Private Matter Interfere) করা এবং মানুষের সম্ভ্রমকে খাটো করা হচ্ছে ৷

সোমবার, দক্ষিণ কোরিয়ার অভিবাসন পরিষেবা একটি বিবৃতিতে জানিয়েছে, পূর্ণাবয়ব প্রাপ্তবয়স্ক সেক্স ডল (Lifesize fullbody sex doll import) দেশে আমদানির ক্ষেত্রে সংশোধিত গাইডলাইন লাগু করা হয়েছে ৷ সম্প্রতি আদালতের নির্দেশগুলি পর্যালোচনা করেছে এই পরিষেবা ৷ পরিবার ও লিঙ্গ মন্ত্রক-সহ (Ministry of Gender Equality and Family) সংশ্লিষ্ট সরকারি এজেন্সিগুলির থেকে তাদের মত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: স্বামীকে অবিকল নিজের মতো দেখতে সেক্স ডল উপহার স্ত্রীর !

তবে পূর্ণাবয়ব ছাড়া অন্য কোনও সেক্স ডল ঢুকবে না দেশে ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেনে বাচ্চাদের মতো দেখতে সেক্স ডল নিষিদ্ধ ৷ সেক্স ডল আমদানিতে আংশিক ছাড় দেওয়া হয়েছে । এর থেকেই পরিষ্কার যে, দক্ষিণ কোরিয়ার প্রশাসন নাগরিকদের ব্যক্তিগত জীবনের লাগাম কিছুটা হলেও নিজেদের হাতে রাখতে চায়, ভালোলাগা বা না-লাগাগুলি নিয়ন্ত্রণ করতে চায় ৷

Last Updated : Dec 27, 2022, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details