স্টকহোম, 5 অক্টোবর: উল্লেখযোগ্য অবদানের জন্য বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন সাহিত্যিক জন ফসে ৷ সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইন্সটিটিউটের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় । নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, সাহিত্যে তাঁর অবদান, শিশুদের বিভিন্ন না-জানা গল্প ও অনুবাদে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হল । হেনরিক ইবসেনের পর নরওয়ের সাহিত্যে তাঁকেই জনপ্রিয়তম সাহিত্যিক হিসেবে ধরা হয় ৷
তাঁর প্রথম উপন্যাস, রডট স্ভার্ট 1983 সালে প্রকাশিত হয় । তাঁর প্রথম নাটক, ওজি আলদ্রি স্কাল ভি স্কিলডাস্ত (আমরা আর আলাদা হব না), 1994 সালে প্রকাশিত হয় । ফসে উপন্যাস, ছোট গল্প, কবিতা, শিশুদের বই, প্রবন্ধ এবং নাটক লিখেছেন । তাঁর কাজ চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে ।
নোবেল কমিটি আজ এই ঘোষণা করে বলেছে, "সাহিত্যে এই বছরের নোবেল পুরস্কার বিজয়ী জন ফস ৷ তিনি 1959 সালে নরওয়েজিয়ান পশ্চিম উপকূলে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বিশাল কর্মজীবন নরওয়েজিয়ান নাইনর্স্কে লেখা এবং নাটক, উপন্যাস, কবিতার সংকলন, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদের সমন্বয়ে বিভিন্ন ধরনের ধারা বিস্তৃত ৷"
নোবেল প্রাপকদের 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার (এক মিলিয়ন মার্কিন ডলার) নগদ পুরস্কার দেওয়া হয় । এই পুরস্কারের স্রষ্টা তথা সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে পুরস্কার মূল্য দেওয়া হয় ৷ 1896 সালে প্রয়াত হন আলফ্রেড নোবেল ৷ সুইডিশ মুদ্রার মূল্যহ্রাসের কারণে এই বছর পুরস্কারের অর্থ এক মিলিয়ন ক্রোনার বাড়ানো হয়েছে । বিজয়ীদের 10 ডিসেম্বর নোবেলের মৃত্যুবার্ষিকীতে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে । মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারটি অসলোতে তাঁর ইচ্ছা অনুযায়ী হস্তান্তর করা হয়, অন্য পুরস্কার অনুষ্ঠানটি স্টকহোমে অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন: কোয়ান্টাম ডটসের আবিষ্কার, রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর
একনজরে জন ফসে’র পুরস্কার:
- অ্যাসেহগ পুরস্কার (1997 সাল)
- নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (1998 সাল)
- ডবলগ পুরস্কার (1999 সাল)
- নর্স্ক কুলটারাডস অ্যারেসপ্রিস (2003 সাল)
- নাইনর্স্ক সাহিত্য পুরস্কার (2003 সাল)
- ফ্রান্সের অর্ডর ন্যাশনাল ডু মেরিটের শেভালিয়ার (2003)
- ব্রেজ পুরস্কার (2005 সাল)
- রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ সেন্ট ওলাভের কমান্ডার (2005 সাল)
- সুইডিশ একাডেমি নর্ডিক পুরস্কার (2005 সাল)
- ফেডারেল মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যাফেয়ার্সের ডয়চার জুজেন্ড লিটারটারপ্রিস (2007 সাল)
- ইবসেন পুরস্কার (2010 সাল)
- সাহিত্যের জন্য ইউরোপীয় পুরস্কার (2014 সাল)
- নর্ডিক কাউন্সিল সাহিত্য পুরস্কার (2015 সাল)