সিওল (দক্ষিণ কোরিয়া), 4 অক্টোবর : মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে গিয়ে বিতর্ক তৈরি করল উত্তর কোরিয়া (North Korea) ৷ মঙ্গলবার ওই মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে জাপানের (Japan) উপর দিয়ে ৷ আর সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ অভিযোগ, এভাবে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের নামে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) মিত্র দেশগুলির উপর হামলা করতে চাইছে কিম জং উনের দেশ ৷
হাসং-12 নামে মাঝারি পাল্লার ওই ব্যালিস্টিক মিসাইলটি (Intermediate Range Ballistic Missile) মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চল পর্যন্ত যেতে পারবে ৷ জানুয়ারির পর এই মিসাইল উৎক্ষেপণকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ তাছাড়া 2017 সালের পর এই প্রথম জাপানের উপর দিয়ে কোনও মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া ৷ জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে ওই দেশের আকাশসীমা পেরিয়ে ওই মিসাইলটি প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) কোনও অংশে গিয়ে পড়ে ৷
এর জেরে জাপানে জে সতর্কতা জারি করা হয়েছে ৷ দেশের উত্তর পূর্ব অংশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে ৷ 2017 সালেও একই জে সতর্কতা জারি করা হয়েছিল ৷ হোক্কাইডো ও আমোরির মধ্যে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয় ৷ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida) এর প্রতিবাদে সরব হয়েছেন ৷