পোখরা (নেপাল), 16 জানুয়ারি: নেপালের পোখরায় বিমান দুর্ঘটনায় কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি (No One Rescued Alive Pokhara Plane Crash Site) ৷ সোমবার এমনটাই জানিয়েছে নেপালের সেনাবাহিনী ৷ রবিবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে ইয়েতি এয়াললাইনের এআরটি-72 এয়ারক্রাফ্ট 68 জন যাত্রী ও পাইলট-সহ 4 বিমানকর্মীকে নিয়ে পোখরার উদ্দেশ্য রওনা দেয় ৷ পোখরা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ে বিমানটি ৷ সেনার তরফে জানানো হয়েছে, নদীর খাদে এখনও তল্লাশি জারি রয়েছে ৷
এদিন নেপাল সেনা মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারি বলেন, "আমরা কাউকে বিমানটির দুর্ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করতে পারিনি ৷ ইয়েতি এয়ারলাইনের যাত্রীবাহী বিমানটি নেপালের পোখরায় নতুন তৈরি হওয়া এয়ারপোর্টে অবতরণের সময় সেতি নদী খাদে ভেঙে পড়ে ৷ বিমানটিতে সওয়ার 68 জন যাত্রীর মধ্যে 10 জন বিদেশী ছিলেন ৷ আর তাঁদের মধ্যে 5 জন ভারতীয় ছিলেন বলে জানিয়েছে নেপাল সরকার ৷ একটি বিবৃতিতে জানানো হয়েছে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 68 ৷