ইসলামাবাদ, 9 এপ্রিল : অধিবেশন মুলতুবি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷ স্থানীয় সময় সাড়ে বারোটা অবধি মুলতুবি অধিবেশন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হয় ৷ অধিবেশন পরিচালনা করছেন ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার আসাদ কাইজ়ার (No motion against Pak PM Imran Khan NA session adjourned till 12.30 pm) ৷
অধিবেশনের সূচনায় বিরোধী দলনেতা শেহবাজ় শরিফ (Pakistan Muslim League N) স্পিকারকে বলেন, "আজ সাংবিধানিক পথে সংসদ নির্বাচিত প্রধানমন্ত্রীকে পরাজিত করবে ৷" তিনি স্পিকারকে 3 এপ্রিলের ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ করে বলেন, "আপনি আপনার হৃদয়, মন, বিশ্বাস দিয়ে এই মুহূর্তের সঙ্গে থাকুন ৷ নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করবেন না ৷" তবে স্পিকার আসাদ কাইজ়ার তাঁকে পাল্টা মনে করিয়ে বলেন, "কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ সেটা নিয়েও আলোচনা হওয়া উচিত ৷" সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলির চতুর্দিক থেকে প্রতিবাদ আসতে থাকে ৷