নয়াদিল্লি, 26 ডিসেম্বর: বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইজরায়েলি দূতাবাসের আশেপাশে সন্দেহজনক কিছুই পেল না পুলিশ ৷ মঙ্গলবার বিকেল 5টা 30 মিনিটের কিছু পরে নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ দিল্লি পুলিশকে ফোন করে কেউ বা কারা জানায়, দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে ৷ তবে পুলিশ এবং ফরেনসিক দল সেখানে গিয়ে কিছুই পায়নি বলে জানা গিয়েছে ৷ তবে তল্লাশি জারি রয়েথে বলে জানিয়েছে পুলিশ ৷
এদিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করেন নিকটবর্তী এক প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তেজু ছেত্রী ৷ তিনি ভারতে ইজরায়েলের দূতাবাসের কাছে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউটের নিরাপত্তারক্ষী ৷ তেজু ছেত্রী বলেন, "আমি 5টা নাগাদ এই বিস্ফোরণের শব্দ পাই ৷ আমি বাইরে বেরিয়ে এসে দেখি কাছেই একটি গাছ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ খুব জোরে আওয়াজ হয়েছে ৷"
এই ঘটনা প্রসঙ্গে ইজরায়েল দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "আমরা নিশ্চিত, 5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণ হয় ৷ দিল্লি পুলিশ এবং তদন্তকারী দল এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে ৷"