পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ ! তল্লাশিতে যদিও মিলল না কিছুই - বিস্ফোরণের শব্দ

Blast near Israel Embassy: মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিছু পায়নি বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ

By PTI

Published : Dec 26, 2023, 9:13 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ইজরায়েলি দূতাবাসের আশেপাশে সন্দেহজনক কিছুই পেল না পুলিশ ৷ মঙ্গলবার বিকেল 5টা 30 মিনিটের কিছু পরে নয়াদিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায় ৷ দিল্লি পুলিশকে ফোন করে কেউ বা কারা জানায়, দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে ৷ তবে পুলিশ এবং ফরেনসিক দল সেখানে গিয়ে কিছুই পায়নি বলে জানা গিয়েছে ৷ তবে তল্লাশি জারি রয়েথে বলে জানিয়েছে পুলিশ ৷

এদিকে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করেন নিকটবর্তী এক প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তেজু ছেত্রী ৷ তিনি ভারতে ইজরায়েলের দূতাবাসের কাছে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউটের নিরাপত্তারক্ষী ৷ তেজু ছেত্রী বলেন, "আমি 5টা নাগাদ এই বিস্ফোরণের শব্দ পাই ৷ আমি বাইরে বেরিয়ে এসে দেখি কাছেই একটি গাছ থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ খুব জোরে আওয়াজ হয়েছে ৷"

এই ঘটনা প্রসঙ্গে ইজরায়েল দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "আমরা নিশ্চিত, 5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছেই একটি বিস্ফোরণ হয় ৷ দিল্লি পুলিশ এবং তদন্তকারী দল এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে ৷"

দিল্লির দমকল বাহিনীর আধিকারিক জানান, বিস্ফোরণ হয়েছে জানিয়ে 5টা 45 মিনিটে একটি ফোন আসে তাঁদের কাছে ৷ দিল্লি পুলিশের কন্ট্রোল রুম থেকে ফোনটি দমকল বাহিনীর কাছে পাঠানো হয় ৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন পাঠায় ৷

ভারতে ইজরায়েলি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসাডর ওহাদ নাকাশ কায়নার বলেন, "5টা বাজার বেশ কিছুক্ষণ পরের ঘটনা ৷ দূতাবাসের কাছেই একটা বিস্ফোরণ হয় ৷ আমাদের সব কূটনীতিক এবং কর্মীরা নিরাপদে আছেন ৷ আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি স্থানীয় দিল্লি পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করছে ৷ তারা তদন্ত করছে ৷"

আরও পড়ুন:

  1. বড়দিন সাজবে না বেথলেহেমের ম্যাঞ্জার স্কোয়ার, ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে আপাতত স্তব্ধ যীশুর জন্মভূমি
  2. ইজরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু দেশেরই 3 বন্দির, অনুতপ্ত সেনা; প্রাণ গেল সাংবাদিকেরও
  3. যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ! 24 ঘণ্টায় গাজায় 166 জনকে হত্যা করেছে ইজরায়েল

ABOUT THE AUTHOR

...view details