লন্ডন: 21 অক্টোবর:সময়ের হিসেবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান মাত্র 45 দিন । প্রধানমন্ত্রী হওয়ার এই মাস দেড়েকের মধ্যেই 10 ডাউনিং স্ট্রিটকে বিদায় জানাতে হল লিজ ট্রাসকে । আর তার সঙ্গেই শুরু হল ট্রাসের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চর্চা । আবারও ভারতীয় বংশোদ্ভুদ প্রাক্তন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনকের নাম নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। দেড় সপ্তাহ আগে এই সুনককে(Rishi Sunak) হারিয়েই মসনদে বসেছিলেন ট্রাস । এবার তাঁর পদত্যাগের পর আবারও চর্চায় সুনক (Rishi Sunak hasn't confirmed about his candidature) ।
আর্থিক নীতি নির্ধারণের প্রশ্নেই নিজের দলের মধ্যেই দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন ট্রাস । তাঁর পদত্যাগের দাবিও উঠতে থাকে । এর আগে বুধবার পদত্যাগত্র পেশ করেছিলেন হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) এরপর পদ ছাড়েন দলের মুখ্য সচেতকও । আর শেষমেশ সরে দাঁড়ালেন ট্রাস । তাঁর এই পদত্যাগের সঙ্গে একটি বেনজির ঘটনা এবং একটি বেনজির সম্ভবনার সামনে এসে দাঁড়িয়েছে ব্রিটেন । প্রথমত, এর আগে ইংল্যান্ডের কোনও প্রধানমন্ত্রী মাত্র দেড় মাসের জন্য পদে থাকেননি । আর তাছাড়া এবারই প্রথম শুধুমাত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমেই নিজেদের নতুন নেতা নির্বাচন করতে পারে শাসক দল ।