পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

UK Prime Minister: সরলেন ট্রাস, এবার কি 'আচ্ছে দিন' সুনকের ? - Rishi Sunak hasnt confirmed about his candidature

ভারতীয় বংশোদ্ভুদ প্রাক্তন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনকের নাম নিয়ে চর্চা নতুন তুঙ্গে উঠেছে। দেড় সপ্তাহ আগে প্রধানমন্ত্রিত্বের দৌড়ো এই ট্রাসের কাছে হারতে হয় সুনককে। এবার আবারও চর্চায় সুনক (Name of Rishi Sunak is doing the round for the top post) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 21, 2022, 7:39 AM IST

Updated : Oct 21, 2022, 7:45 AM IST

লন্ডন: 21 অক্টোবর:সময়ের হিসেবে দুটি ঘটনার মধ্যে ব্যবধান মাত্র 45 দিন । প্রধানমন্ত্রী হওয়ার এই মাস দেড়েকের মধ্যেই 10 ডাউনিং স্ট্রিটকে বিদায় জানাতে হল লিজ ট্রাসকে । আর তার সঙ্গেই শুরু হল ট্রাসের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চর্চা । আবারও ভারতীয় বংশোদ্ভুদ প্রাক্তন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনকের নাম নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। দেড় সপ্তাহ আগে এই সুনককে(Rishi Sunak) হারিয়েই মসনদে বসেছিলেন ট্রাস । এবার তাঁর পদত্যাগের পর আবারও চর্চায় সুনক (Rishi Sunak hasn't confirmed about his candidature) ।

আর্থিক নীতি নির্ধারণের প্রশ্নেই নিজের দলের মধ্যেই দ্রুত জনপ্রিয়তা হারাতে থাকেন ট্রাস । তাঁর পদত্যাগের দাবিও উঠতে থাকে । এর আগে বুধবার পদত্যাগত্র পেশ করেছিলেন হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) এরপর পদ ছাড়েন দলের মুখ্য সচেতকও । আর শেষমেশ সরে দাঁড়ালেন ট্রাস । তাঁর এই পদত্যাগের সঙ্গে একটি বেনজির ঘটনা এবং একটি বেনজির সম্ভবনার সামনে এসে দাঁড়িয়েছে ব্রিটেন । প্রথমত, এর আগে ইংল্যান্ডের কোনও প্রধানমন্ত্রী মাত্র দেড় মাসের জন্য পদে থাকেননি । আর তাছাড়া এবারই প্রথম শুধুমাত্র অনলাইন ব্যবস্থার মাধ্যমেই নিজেদের নতুন নেতা নির্বাচন করতে পারে শাসক দল ।

সুনক আরও একবার নিজের ভাগ্য পরীক্ষা করবেন কি না তা স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের বেশিরভাগ স্থানীয় সাংবাদিক মনে করেন আরও একবার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকার ঝুঁকি নেবেন না ঋষি । অন্য একটি অংশ আবার তাঁর প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী । সমীকরণ যা তাতে 100 জন সাংসদের সমর্থন থাকলেই তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা যাবে । আর তাছাড়া সোমবার দুপুর 2টোর পর জানা যাবে কারা কারা লড়াইয়ে থাকছেন । শেষমেশ 1 জনের বেশি প্রার্থী যদি লড়াইয়ে না থাকেন তাহলে তিনিই সর্বসম্মত প্রার্থী হিসেবে বিলেতের নয়া প্রধানমন্ত্রী হবেন । আর তা না হলে আরও কিছুটা সময় অপেক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে ।

আরও পড়ুন: শপথগ্রহণের দেড় মাসের মধ্যে ইস্তফা ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের

Last Updated : Oct 21, 2022, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details