পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

No Confidence Motion against Imran : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে - No Confidence against Imran

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে আগামী বৃহস্পতিবার, 31 মার্চ বিকেল চারটের সময় ৷ ভোটাভুটি হবে 1 থেকে 4 এপ্রিলের তারিখের মধ্যে ৷ তখনই ইমরান খানের (Pakistan PM Imran Khan) ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে ৷

no-confidence-motion-against-imran-khan-tabled-in-pak-national-assembly-by-pmln
No Confidence against Imran : ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে

By

Published : Mar 28, 2022, 7:57 PM IST

Updated : Mar 28, 2022, 9:11 PM IST

ইসলামাবাদ, 28 মার্চ : পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী দলনেতা এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ সোমবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব আনলেন (no confidence motion against Imran khan) ৷ ডেপুটি স্পিকার এই নিয়ে আলোচনার অনুমতি দিয়েছেন ৷ আগামী বৃহস্পতিবার, 31 মার্চ বিকেল চারটের সময় ওই আলোচনা হবে ৷ তবে এই নিয়ে ভোটাভুটি এপ্রিলের 1 থেকে 4 তারিখের মধ্যে হবে ৷ ফলে চলতি সপ্তাহের মধ্যেই ইমরান খানের (Pakistan PM Imran Khan) ভাগ্য নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে ৷

পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর চাপ ক্রমশই বাড়ছে ৷ তাঁকে পদ থেকে সরাতে তৎপর বিরোধীরা ৷ বিরোধীদের সঙ্গে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) কিছু সদস্যও রয়েছে বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে গত 8 মার্চ একবার বিরোধীরা ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ৷ তখন পিপিপি ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল ৷ এবার তালিকায় যুক্ত হল পিএমএল-এন এর নাম ৷

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা 342 ৷ সরকারে থাকতে গেলে 172 জন সদস্যর সমর্থন থাকতেই হবে ৷ ইমরান খানের জোট সরকারের শক্তি 179 ৷ ইমরানের দলের 155 জন সদস্য রয়েছেন ৷ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য় নিয়ে এই জোট সরকার তৈরি হয়েছে ৷ ফলে অনাস্থা ভোটে ইমরানের জোটসঙ্গীরা বিরোধীদের সঙ্গে হাত মেলায় কি না, আপাতত সেই দিকেই নজর সকলের ৷

আরও পড়ুন :PTI Minister Missing : পাকিস্তানে ‘নিখোঁজ’ 50 জন মন্ত্রী, চাপে ইমরান খান

Last Updated : Mar 28, 2022, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details