হায়দরাবাদ, 12 এপ্রিল: মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং সৌদি আরবের অর্থমন্ত্রী মহম্মদ আলজাদানের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তাঁরা বিশ্বের ঋণ সংকট এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করা নিয়ে আলোচনা করেছেন ৷ এ নিয়ে টুইটও করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতার পরিবেশ রক্ষা এবং উন্নয়নমূলক কাজে যুক্ত ব্যাংকগুলির শক্তি বাড়াতে একসঙ্গে কাজ করে চলেছে ৷
মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন তাঁর টুইটারে লিখেছেন, "আজ মন্ত্রী নির্মলা সীতারমনকে ট্রেজারিতে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত ৷ আমরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং বহুমুখী উন্নয়নের সঙ্গে যুক্ত ব্যাংকগুলির বিকাশের মতো কাজকে অগ্রাধিকার দিচ্ছি ৷ পাশাপাশি, জি20-তে ভারতের সভাপতিত্ব নিয়েও আলোচনা হয়েছে ৷" 2022 সালের নভেম্বর ভারত সফরে এসেছিলেন জ্যানেট ইয়েলেন ৷ সেবার ইএফডি-র অর্থনৈতিক বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল ৷ এদিন সেই আলোচনাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যান ভারতের অর্থমন্ত্রী এবং মার্কিন ট্রেজারি সেক্রেটারি ৷
অর্থমন্ত্রকের তরফে একটি টুইটে জানানো হয়েছে, নির্মলা ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী অংশীদারিত্ব এবং জলবায়ু পরিবর্তন-সহ বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে বোঝাপড়া বাড়ানোর আহ্ববান জানিয়েছেন ৷ অর্থমন্ত্রী জি20, ভারত মহাসাগরে চতুর্থদেশীয় নিরাপত্তা (QUAD)-সহ একাধিক ইস্যুকে এই বৈঠকে তুলে ধরেছেন ৷ পাশাপাশি, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির ঋণ মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশগুলির যৌথ উদ্যোগের উপরেও জোর দিয়েছেন অর্থমন্ত্রী ৷