নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর:ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায়10 অভিযুক্তর ছবি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ একদিকে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব চলছে ৷ তারই মধ্যে সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালানোর ঘটনায় 10 অভিযুক্তর ছবি সামনে আনল এনআইএ ৷ মার্চ মাসে আমেরিকার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটে ৷
এনআইএ সাধারণ জনগণের থেকে এই অভিযুক্তদের সম্পর্কে তথ্য চেয়েছে ৷ এই সংক্রান্ত তিনটি নোটিশও জারি করেছে ৷ গুরুত্বপূর্ণ তথ্য পেলে অভিযুক্তদের গ্রেফতার করতে পারবে এনআইএ ৷ নোটিশগুলিতে অভিযুক্তদের ছবি রয়েছে ৷ এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, কোনও ব্যক্তি এই অভিযুক্তদের সম্পর্কে কোনও তথ্য দিলে তাঁর পরিচয় গোপন রাখা হবে ৷
18 ও 19 মার্চের মাঝের রাতে সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটে ৷ খালিস্তানপন্থী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ তারা এই দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে ৷ পাশাপাশি ভবনে আগুন ধরানোর চেষ্টাও চালানো হয় ৷ তাছাড়া খালিস্তানপন্থী সমর্থকরা স্লোগান দিতে দিতে দূতাবাসের সামনে থাকা নিরাপত্তারক্ষীদের ব্যারিকেড ভেঙে দেয় বলে অভিযোগ ৷ এরপর দূতাবাস চত্বরে খালিস্তানি পতাকাও উত্তোলন করা হয় ৷ রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বাধে ৷ আধিকারিকরাও আহত হন ৷ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেয় মোদি সরকার। এরপর 1 জুলাই ও 2 জুলাইয়ের রাতেও কয়েকজন অভিযুক্ত দূতাবাসের ভিতরে প্রবেশ করে ৷ সেই সময় পুলিশ আধিকারিকরা ভবনটির মধ্যে ছিলেন। আবারও ওই অভিযুক্তরা ভারতীয় দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করে এনআইএ ৷ এবার 10 অভিযুক্তর ছবি প্রকাশ পেল ।
আরও পড়ুন: সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, তীব্র নিন্দা মার্কিন বিদেশ মন্ত্রকের