লন্ডন/হায়দরাবাদ, 3 ডিসেম্বর: জলবায়ু পরিবর্তনের জেরে চরম আবহাওয়া ৷ এর ফলে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বিশ্বব্যাপী প্রতি 12টি হাসপাতালের মধ্যে একটি ৷ যদি না বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানি নির্গমন রোধ করতে পারে ৷ এমনই বিস্ফোরক তথ্য শনিবার ক্রস ডিপেনডেন্সি অ্যানালাইসিসের তরফে প্রকাশিত নতুন রিপোর্টে উঠে এসেছে ৷
ক্রস ডিপেনডেন্সি অ্যানালাইসিস (এক্সডিআই) হল ভৌত জলবায়ু ঝুঁকি বিশ্লেষণে বিশ্বের মধ্যে সেরা । এই সংস্থা বলেছে, হাসপাতাল বন্ধ হয়ে গেলে মানুষ বিপদে পড়বে ৷ হ্যারিকেন, তীব্র ঝড়, বন্যা, জঙ্গলে আগুন এবং অন্যান্য বিপর্যয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ হাসপাতালের জরুরি পরিষেবা পাবে না ৷ যখন তাদের সবচেয়ে বেশি হাসপাতালের প্রয়োজন ৷ এক্ষেত্রে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়বে ৷
ক্রস ডিপেনডেন্সি ইনিশিয়েটিভের ডিরেক্টর অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি কার্ল ম্যালন একটি প্রেস বিবৃতিতে বলেছেন, "জলবায়ু পরিবর্তন ক্রমবর্ধমানভাবে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে । যখন গুরুতর বা চরম আবহাওয়ার ফলে হাসপাতাল বন্ধ হয়ে যায় তখন কী ঘটে? আমাদের বিশ্লেষণ দেখায় যে জীবাশ্ম জ্বালানি দ্রুত পর্যায়ক্রমে ছাড়তে হবে ৷ তা না হলে বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে ঝুঁকি আরও বাড়বে ৷ যেহেতু সেসময় হাজার হাজার হাসপাতাল সংকটের সময় পরিষেবা দিতে অক্ষম হয়ে পড়বে ৷"