বেজিং, 11 অক্টোবর: ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ ৷ তাই নতুন করে লকডাউন জারি হল চিনে (Fresh Lock Downs announced in China) ৷ সঙ্গে যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়েছে ৷ করোনা আক্রান্তদের শরীরে মারাত্মক সংক্রামক নতুন দুটি সাব-ভ্যারিয়্যান্ট বিএফ.7 এবং বিএ.5.1.7 -র সন্ধান মিলেছে । স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করেন এই দুটি ভ্যারিয়্যান্ট অতিদ্রুত ছড়িয়ে পড়ে । আর তাই সেই সংক্রমণ নিয়ন্ত্রণ করাও বেশ কঠিন ।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 4 অক্টোবর ইয়ানতাই এবং শাওগুয়ান (Yantai and Shaoguan city witnessed Omicron sub-variant BF.7) শহরে প্রথম বিএফ.7 পাওয়া গিয়েছিল ৷ এছাড়া বিএ.5.1.7 সাব ভ্যারিয়্যান্টটিরও খোঁজ মিলেছে চিনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই বিএফ.7 সাবভ্যারিয়্যান্ট নিয়ে সতর্কবার্তা জারি করেছে। তাদের মতে এই সাব-ভ্যারিয়্যান্টটি অত্যন্ত সংক্রামক ৷
আরও পড়ুন: কোভিড যেভাবে হার্টের ক্ষতি করে, গবেষণায় উঠে এল নতুন তথ্য
দীর্ঘদিন ধরে চলা কোভিড সংক্রমণের ফলে ধাক্কা খেয়েছে চিনের অর্থনীতি। পাশাপাশি ধাক্কা খেয়েছে পর্যটনও । বছরের এই সময়টায় চিনের নাগরিকদের মধ্যে পর্যটনের প্রতি আগ্রহ বাড়ে । কিন্তু এবার নানারকমের নিষেধাজ্ঞা থাকায় পর্যটন ধাক্কা খেয়েছে । তারও একটা প্রভাব পড়েছে অর্থনীতির উপর ।
করোনার প্রকোপ নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে প্রশাসনকে । বেশ কিছুদিন আগেই 'জিরো কোভিড' নীতি নিয়েছিল চিন । সেভাবেই সমস্ত পরিকল্পনা সাজানো হচ্ছিল । কিন্তু গত কয়েক সপ্তাহে ছবিটা বেশ কিছুটা বদলেছে । আর নতুন এই সংক্রমণ চিনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনেল করা হচ্ছে । কিছুদিন পর চিনের কমিউনিস্ট পার্টির সম্মেলন হওয়ার কথা । তার আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে রাজনৈতিক রদবদলও দেখা যেতে পারে চিনে । সেটাও ভাবনার কারণ প্রশাসনের কাছে ।