পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

New COVID Variant: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট, ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে ‘এরিস’ - New COVID variant is spreading in UK

করোনার নয়া ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে ৷ ব্রিটেনে ছড়াতে শুরু করেছে ইজি.5.1 নামের এই নয়া কোভিড ভ্যারিয়েন্টটি ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Aug 4, 2023, 10:13 PM IST

লন্ডন, 4 অগস্ট:সন্ধান মেলেছে কোভিডের নয়া প্রজাতির ৷ ভাইরাসটির এই নয়া ভ্যারিয়েন্ট ব্রিটেনে ছড়াতে শুরু করেছে বলে দাবি সে দেশের স্বাস্থ্য বিভাগের ৷ করোনার এই নয়া প্রতিরূপটি আসলে ওমিক্রনের পরিবর্তিত রূপ ৷ ভাইরাসটির এই নয়া প্রজাতির নাম দেওয়া হয়েছে এরিস (Eris) বা ইজি.5.1 ৷ ব্রিটেনের দ্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বা ইউকেএইচএসএ (UKHSA) জানিয়েছে, প্রতিটি নতুন 7 কোভিড কেসের মধ্যে অন্তত 1টি কেস এই নতুন কোভিড ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে ৷ গত মাসে প্রথম ব্রিটেনেই এই প্রজাতির সন্ধান মিলেছিল ৷

গত 3 জুলাই প্রথম ব্রিটেনে এক ব্যক্তির শরীরে এরিসের সন্ধান মেলে ৷ তবে দ্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, বিশ্বের অন্যান্য প্রান্তেও ধীরে ধীরে ছড়াচ্ছে এই করোনা ভাইরাস ৷ তবে এই নতুন ভ্যারিয়েন্টের চরিত্র বা সংক্রমণ ক্ষমতা জানতে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য 2 সপ্তাহ আগে থেকেই করোনার এই প্রজাতিটির উপর নজরদারি চালাচ্ছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসাস আগেই জানিয়েছেন, কোভিড টিকা নেওয়া থাকলেও সমস্ত সতর্কতা আগের মতোই মেনে চলা উচিত ৷

তবে কোভিডের এই নয়া প্রজাতির সংক্রমণ ক্ষমতা যে খুব তীব্র, এমন কোনও তথ্য ব্রিটেনের দ্য ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি দেয়নি ৷ ব্রিটেনে কোভিড ফের মাথাচারা দিলেও এখনও পর্যন্ত মোট কেসের মাত্র 14.6 শতাংশ ক্ষেত্রে নতুন ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ৷

আরও পড়ুন:বিয়ে ভাঙল প্রধানমন্ত্রীর! 'প্রিয় বান্ধবী'র হাত ছাড়লেন জাস্টিন

ইউকেএইচএসএ-এর এক আধিকারিক চিকিৎসক মেরি রামসে জানিয়েছেন, ব্রিটেনে কোভিড কেস বাড়ছে ৷ হাসপাতালে ভরতি হওয়া করোনা রোগীর সংখ্যা সামান্য হলেও বাড়ছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি ৷ তবে আইসিইউতে খুব বেশি রোগীকে ভরতি করার প্রয়োজন পড়ছে না ৷ সার্বিকভাবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এখনও মাত্রা ছাড়ায়নি ৷ তবে আতঙ্কিত না হয়ে ভালো করে হাত ধোয়ার মতো নিয়মগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন ব্রিটেনের চিকিৎসকরা ৷ জ্বর বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে বাইরে না বেরনোরই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷

ABOUT THE AUTHOR

...view details