পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

War Situation in Israel: হামাসের রকেট হামলার প্রত্যাঘাত, ইজরায়েলি হানায় গাজায় মৃত 198 - ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর

বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়িই গাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দেশের সেনা আধিকারিকরা ৷

War Situation in Israel
হামাসের রকেট হামলার প্রত্যাঘাত ইজরায়েলের

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 4:08 PM IST

Updated : Oct 7, 2023, 8:50 PM IST

জেরুজালেম, 7 অক্টোবর: হামাসের পরপর রকেট হামলার পর সরকারিভাবে ইজরায়েলের তরফে আগেই ‘যুদ্ধ শুরু’ ঘোষণা করা হয়েছিল ৷ এবার ইজরায়েলের প্রত্যাঘাতে গাজায় মৃত্যুর সংখ্যাও সামনে এল ৷ প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ইজরায়েলি হানায় গাজা স্ট্রিপে ইতিমধ্যেই 198 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 1610 জন ৷ সবমিলিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমে তীব্র আকার ধারণ করছে যুদ্ধ পরিস্থিতি ৷ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়িই গাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন দেশের সেনা আধিকারিকরা ৷

ইজরায়েল ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় ফের সক্রিয় হয়ে উঠেছে হামাসবাহিনী ৷ ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে এসেছে অন্তত 5000টি রকেট ৷ ইজরায়েলের সীমান্ত গাজা স্ট্রিপে দু'দেশের উত্তেজনার পারদ বেশ কিছুদিন স্তিমিত থাকার পর আবার মাথাচাড়া দেওয়ায় চিন্তায় আন্তর্জাতিক মহল ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে । এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’’

আরও পড়ুন: গণ-আন্দোলনে ব্যাকফুটে নেতানিয়াহু! বিচার বিভাগীয় সংস্কারে পিছু হটল ইজরায়েল সরকার

ইজরায়েলের গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইজরায়েলে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে । গাজায় প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় সংখ্যা প্রকাশ না-করে বহু নাগরিকের আহত হওয়ার খবর দিয়েছে ৷ সেখানকার মসজিদে লাউড স্পিকারে নিহত জঙ্গিদের জন্য শোকপ্রার্থনা করা হয়েছে ৷ অন্যদিকে ইজরায়েলি সামরিক বাহিনী তেল আভিভ এবং জেরুজালেমে ক্রমাগত বিমান হামলার মোকাবিলা করেছে । সেনার তরফে জানানো হয়েছে, সেনাবাহিনী কমপক্ষে 7টি জায়গায় অনুপ্রবেশকারী হামাস জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চালিয়েছে ।

গাজায় হামাস গোষ্ঠীর জঙ্গিদের আক্রমণের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নেতানিয়াহুর এই মন্তব্য । প্রধানমন্ত্রী ইসরায়েলি সেনাদের সঙ্গে ক্রমাগত গুলির লড়াই চলা হামাস জঙ্গিদের অনুপ্রবেশকারী শহরগুলিতে অভিযান চালানোর জন্য নির্দেশও দিয়েছেন । ইজরায়েলের জাতীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, শনিবার সকালে হামাসের হামলায় অন্তত 22 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন ।

আরও পড়ুন: গাজায় মিডিয়া টাওয়ারে বিমান হামলা ; এটাই চলবে, হুংকার নেতানইয়াহুর

Last Updated : Oct 7, 2023, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details