কাঠমান্ডু, 17 জানুয়ারি: আর দু'টি দেহ উদ্ধার হল পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে ৷ রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় 20 মিনিট আগে ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 70টি দেহ পাওয়া গেল, জানিয়েছে নেপাল পুলিশ ৷ বিমানটিতে যাত্রী ছিলেন 72 জন ৷
মুখপাত্র সুদর্শন বারতৌলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, এটিআর 72 ইয়েতি এয়ারলায়ন্স এয়ারক্রাফ্ট (Yeti Airlines flight ATR 72) পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ৷ সোমবার ইয়েতি এয়ারলায়ন্সের ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায় ৷ নেপালের সেনাবাহিনী এই ব্ল্যাক বক্স ও রেকর্ডারটি অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষের (Nepal’s Civil Aviation Authority) হাতে তুলে দেয় ৷
রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কিছু আগেই টুইন-ইঞ্জিন এটিআর 72 এয়ারক্র্যাফ্টটি ভেঙে পড়ে ৷ এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে 70টি দেহ খুঁজে পাওয়া গিয়েছে ৷ নেপালের কাসকির প্রশাসনিক উচ্চাধিকারিক একটি সংবাদসংস্থাকে বলেন, " যাঁদের শনাক্ত করা গিযেছে তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ একদল বিশেষজ্ঞ দুর্ঘটনাস্থলে গিয়েছেন ৷ দেহগুলি মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ তবে বিমানকর্মী, বিদেশি যাত্রী এবং যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের দেহ সন্ধে নাগাদ কাঠমান্ডুতে পাঠিয়ে দেওয়া হবে ৷"