পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Charles Sobhraj: 'দ্য বিকিনি কিলার' চার্লস শোভরাজকে রাতেই ফ্রান্স পাঠাল নেপাল সরকার - চার্লস শোভরাজ

রাতের বিমানেই দোহা হয়ে ফ্রান্স পাঠানো হল কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভরাজকে (Nepal Deports Charles Sobhraj to France) ৷ গত বুধবার তাঁকে মুক্তি দিয়েছিল নেপালের সুপ্রিম কোর্ট ৷ আগামী 10 বছর তিনি নেপালে প্রবেশ করতে পারবেন না ৷

Nepal Deports Charles Sobhraj to France ETV Bharat
সিরিয়াল কিলার চার্লস শোভরাজ

By

Published : Dec 24, 2022, 1:21 PM IST

কাঠমান্ডু, 24 ডিসেম্বর: নেপাল সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কুখ্যাত ‘বিকিন কিলার’ চার্লস শোভরাজকে জেল থেকে মুক্তি দিয়েছিল প্রশাসন ৷ তার পর কড়া নিরাপত্তায় তাঁকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে রাতেই চার্লস শোভরাজকে অভিবাসন বিভাগের প্রয়োজনীয় ছাড়পত্রের পর ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে (Nepal Deports Charles Sobhraj to France) ৷ সেখান থেকে দোহা হয়ে ফ্রান্স পৌঁছাবেন 70-এর দশকের এই সিরিয়াল কিলার ৷ ফ্রান্সে তাঁকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, আগামী 10 বছর নেপালে প্রবেশ করতে পারবেন না এই ‘বিকিনি কিলার’ (Bikini killer) ৷

প্রসঙ্গত, 2017 সালে চার্লস শোভরাজের হৃদপিণ্ডের অস্ত্রোপচার হয় ৷ তারপর থেকেই অসুস্থ রয়েছেন এই কুখ্যাত সিরিয়াল কিলার ৷ সংবাদ সংস্থার খবর অনুযায়ী, 78 বছরের চার্লস নেপালে আরও 10 দিন থাকতে চেয়েছিলেন ৷ কাঠংমান্ডুর গঙ্গালাল হাসপাতালে ওই ক’দিন চিকিৎসা করিয়ে তাঁকে ফ্রান্স পাঠানোর আবেদন করেন চার্লস ৷ তবে, তাঁর সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে ৷ শুক্রবার সন্ধ্যেবেলায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে 10 বছরের নির্বাসনে পাঠানো হয়েছে ৷

তবে, চার্লস শোভরাজের কোনও বৈধ পাসপোর্ট না থাকায়, নেপাল সরকারের তরফে অভিবাসন দফতর থেকে ফ্রান্স পাঠানোর জন্য নথি তৈরি করা হয় ৷ সেই নথির সাহায্যে অভিবাসন বিভাগ থেকে ছাড়পত্র বের করে চার্লস শোভরাজকে ফ্রান্স পাঠানো হয়েছে ৷ কাতার এয়ারলাইন্সের বিমান দোহা হয়ে ফ্রান্স যাবেন তিনি ৷ শোভরাজ শারীরিক কারণে মুক্তির আবেদন জানিয়ে পিটিশন দাখিল করেছিল ৷ সেই মামলার শুনানিতে গত বুধবার নেপাল সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং তিল প্রসাদ শ্রেষ্ঠার ডিভিশন বেঞ্চ বুধবার তাঁকে মুক্তির নির্দেশ দেন ৷ সেই সঙ্গে বলা হয়, নির্দেশের 15 দিনের মধ্যে সিরিয়াল কিলার চার্লস শোভরাজকে ফ্রান্স পাঠাতে হবে ৷

আরও পড়ুন:সত্তরের 'দ্য বিকিনি কিলার' মুক্ত ! নেপালে সেন্ট্রাল জেল থেকে বেরলেন চার্লস শোভরাজ

শোভরাজ 1975 সালে কানাডিয়ান মহিলা ডুপার এবং আমেরিকান মহিলা অ্যানাবেলা ট্রেমন্টের হত্যার জন্য নেপালে মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিলেন ৷ কাঠমান্ডুতে এই দু’জনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল ৷ 2003 সালে কাঠমান্ডুর একটি পাঁচতারা হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ 1986 সালের মার্চ মাসে, তিনি দিল্লির তিহার জেল থেকে পালিয়ে যান ৷ পাটায়ার সমুদ্র সৈকতে 6 জন মেয়েকে হত্যার অভিযোগে তাঁকে থাইল্যান্ডে প্রত্যর্পণ করা হবে, এই ভয়ে সেই সময় জেল থেকে পালিয়ে গিয়েছিল ৷ তবে, 2003 সালে গ্রেফতার হওয়ার পর থেকে কাঠমানম্ডুর জেলেই বন্দি ছিলেন চার্লস শোভরাজ ৷

ABOUT THE AUTHOR

...view details