লাহোর, 20 সেপ্টেম্বর: দেশ চালাতে পাকিস্তান ভিক্ষা করছে। আর ভারত চাঁদে পৌছে গিয়েছে, জি20-র মতো সম্মেলনের আয়োজন করে ফেলেছে। এমনই উপলব্ধি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আর্থিক পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ। মূদ্রাস্ফিতির সূচক যথেষ্টই অস্বস্তিকর জায়গায় রয়েছে। এর জন্য পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদেরই দুষেছেন নওয়াজ। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে কূটনেতিক মহলের একটা বড় অংশ। পাশাপাশি ভারতের জন্যও এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
আপাতত স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার লাহোরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বক্তব্যের একটি অংশে আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেন, "আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কাছে হাত পাতছেন। আর ভারত চন্দ্রাভিযানে সাফল্য পেয়েছে। জি2o-র মতো সম্মেলনও আয়োজন করেছে। এই সাফল্য পাকিস্তান কেন পায়নি? এই ব্যর্থতার দায় কার?" এরপরই পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রনায়কদের কাঠগড়ায় তোলেন নওয়াজ।