ইসলামাবাদ, 31 ডিসেম্বর: পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের আগে আবারও দেশ ছেড়ে চলে যেতে পারেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সুপ্রিমো নওয়াজ শরিফ ৷ তিনি বিদেশ থেকেই ভোটের ফলাফল ট্র্যাক করতে পারেন ৷ এমনই দাবি করলেন সে দেশের প্রবীণ রাজনীতিবিদ এবং শীর্ষ আইনজীবী আয়েতজাজ এহসান ৷ এক্সপ্রেস ট্রিবিউনে এই খবর প্রকাশিত হয়েছে । শুক্রবার একটি বেসরকারি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন এহসান ৷
উল্লেখ্য, পিএমএল-এন নেতা এখন বিদেশেই আছেন বলে জানিয়ে এহসান বলেছেন, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়েও নওয়াজের অনুপস্থিতির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না । এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, এহসান আরও দাবি করেছেন যে, জেইউআই-এফ নেতা মৌলানা ফজলুর রহমানের নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ থেকে তিনি এক ধাপ পিছিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন এহসান ৷ তিনি বলেন, "দুটি ড্রাম পিটানো হয় -- জয়ের বা পশ্চাদপসরণের - ফজল মনে হয় পশ্চাদপসরণের ড্রাম বাজাচ্ছে ৷"
এর আগে, নওয়াজকে 'লাডলা' (সুবিধাপ্রাপ্ত) হিসাবে চিহ্নিত করেছিলেন এহসান ৷ পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এবং অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচনে নওয়াজ শরিফের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রচেষ্টার জন্য অভিযুক্ত করেছিলেন তিনি ৷ নওয়াজ চার বছরের স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন এবং 21 অক্টোবর পাকিস্তানে ফিরে আসেন । তাঁর স্বদেশে ফিরে আসার পর, তিনি প্রতিশোধ চাওয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করেন এবং অগ্রগতির দিকে একটি নতুন পথে যাত্রা করার উপর জোর দেন ।
পিটিআই এবং ইসিপি-এর মধ্যে চলমান দ্বন্দ্বের কথা তুলে ধরে এহসান নির্বাচনী সংস্থার সমালোচনা করেছেন । তিনি ইসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং পরামর্শ দেন যে এই সংস্থাকে বিতর্কে জড়ানোর পরিবর্তে নির্বাচন পরিচালনার দিকে মনোনিবেশ করা উচিত ৷ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ।