পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Doval Meets Putin: ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক ডোভালের

মস্কোয় একটি বহুপাক্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval in Moscow) ৷ সেখানেই তিনি দেখা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৷

By

Published : Feb 10, 2023, 4:48 PM IST

Doval Meets Putin
Doval Meets Putin

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval) ৷ বৃহস্পতিবার গভীর রাতে বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ৷ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের (India-Russia Strategic Partnership) বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন ডোভাল ৷ এছাড়া তিনি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও বৈঠক করেন ৷ সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ৷

বিদেশমন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, ডোভাল রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গেও দেখা করেছেন ৷ তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বুধবার আফগানিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা সচিবদের পঞ্চম বহুপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন ডোভাল । আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনায় ডোভাল (NSA Doval) জানিয়েছেন, ওই দেশের ভূখণ্ড আঞ্চলিক বা বিশ্বব্যাপী মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎস যেন না হয়ে ওঠে ৷ তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপেরও উপরও জোর দিতে বলেন তিনি ৷

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ডোভাল রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদের রেজোলিউশন 1267 এর অধীনে মনোনীত সন্ত্রাসবাদী সংগঠনগুলির মোকাবিলা করার জন্য বুদ্ধিমত্তা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন । তিনি আরও উল্লেখ করেছেন যে আফগান জনগণের মঙ্গল ও মানবিক চাহিদা ভারতের কাছে অগ্রাধিকার পায় ৷

অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আফগানিস্তান নিয়ে বহুপাক্ষিক আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন । ক্রেমলিনের জানিয়েছে যে পুতিন বলেছেন, "আফগানিস্তানের পরিস্থিতিকে ব্যবহার করে আঞ্চলিক বাহিনীগুলির শক্তিবৃদ্ধির যে চেষ্টা হচ্ছে, তা নিয়েও আমরা চিন্তিত ।"

তিনি বলেন, "আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার অজুহাতে এই দেশগুলো এই শক্তিবৃদ্ধিতে সাহায্য করবে ৷ কিন্তু তারা এমন কিছু করছে না, যা আসলেই সন্ত্রাসবাদ বিরোধিতায় প্রয়োজনীয় ।" রাশিয়ার প্রেসিডেন্ট একই সঙ্গে যোগ করেছেন, "অবশ্যই, দেশের (আফগানিস্তান) পরিস্থিতির উন্নতি হচ্ছে না এবং আমরা এটি দেখতে পাচ্ছি । মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷"

যে সম্মেলনে যোগ দিতে অজিত ডোভাল মস্কোতে গিয়েছেন, সেখানে ভারত ছাড়াও রাশিয়া, ইরান, কাজাকাস্তান, কিরঘিস্তান, চিন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান উপস্থিত ছিল ৷ তবে এই বৈঠক ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ, সোমবার নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূরত ডেনিস অলিপভ জানিয়েছিলেন যে তাঁর দেশ ভারতের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় ৷ তাছাড়া নয়াদিল্লিতে খুব শীঘ্রই বসতে চলেছে জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলন ৷ রাশিয়ার বিদেশমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবেন ৷

আর ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গত বছর থেকে আরও দৃঢ় হয়েছে ৷ রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকেই দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে ৷ তার অন্যতম কারণ, পশ্চিমী দেশগুলি রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা চাপালেও ভারত পুতিনের দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে ৷ ইউক্রেন আক্রমণের সমালোচনা করেনি ৷ বরং গণতান্ত্রিক উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত বলে দাবি করেছে ৷

আরও পড়ুন:ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামীর একমাত্র পথ আলোচনা-কূটনীতি

ABOUT THE AUTHOR

...view details