নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval) ৷ বৃহস্পতিবার গভীর রাতে বিদেশমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে এই কথা জানানো হয়েছে ৷ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বের (India-Russia Strategic Partnership) বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন ডোভাল ৷ এছাড়া তিনি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের সঙ্গেও বৈঠক করেন ৷ সেখানে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ৷
বিদেশমন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, ডোভাল রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গেও দেখা করেছেন ৷ তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বুধবার আফগানিস্তান নিয়ে নিরাপত্তা পরিষদ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অথবা সচিবদের পঞ্চম বহুপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন ডোভাল । আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনায় ডোভাল (NSA Doval) জানিয়েছেন, ওই দেশের ভূখণ্ড আঞ্চলিক বা বিশ্বব্যাপী মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎস যেন না হয়ে ওঠে ৷ তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপেরও উপরও জোর দিতে বলেন তিনি ৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ডোভাল রাষ্ট্রসংঘের (UN) নিরাপত্তা পরিষদের রেজোলিউশন 1267 এর অধীনে মনোনীত সন্ত্রাসবাদী সংগঠনগুলির মোকাবিলা করার জন্য বুদ্ধিমত্তা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন । তিনি আরও উল্লেখ করেছেন যে আফগান জনগণের মঙ্গল ও মানবিক চাহিদা ভারতের কাছে অগ্রাধিকার পায় ৷
অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আফগানিস্তান নিয়ে বহুপাক্ষিক আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন । ক্রেমলিনের জানিয়েছে যে পুতিন বলেছেন, "আফগানিস্তানের পরিস্থিতিকে ব্যবহার করে আঞ্চলিক বাহিনীগুলির শক্তিবৃদ্ধির যে চেষ্টা হচ্ছে, তা নিয়েও আমরা চিন্তিত ।"