প্যারিস, 25 এপ্রিল : 58.6 শতাংশ ভোট পেয়ে ফের ফ্রান্সের মসনদে ইমানুয়েল ম্যাক্রোঁ । আগামী পাঁচ বছর প্রেসিডেন্টের চেয়ারে থাকবেন 44 বছর বয়সি লা রিপাবলিক এন মার্চের প্রতিষ্ঠাতা ৷ ন্যাশনাল ব়্যালির প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে ফের ক্ষমতায় এলেন তিনি (Emmanuel Macron beats Le Pen to win second term) । দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই ম্যাক্রোঁকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
আইফেল টাওয়ারের কাছে চ্যাম্প ডি মার্স পার্কে একটি বিশাল স্ক্রিনে ভোটের ফলাফল ঘোষণার পরেই আনন্দে মেতে ওঠেন লা রিপাবলিক এন মার্চের সমর্থকরা । ভোটে জেতার পর ম্যাক্রোঁ বলেন, "এই দেশে অনেকেই আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে সমর্থন করেন না । তাঁদের আমাকে ভোট দেওয়ার একমাত্র কারণ, অতি-ডানপন্থীদেরকে দূরে রাখা । আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই । আগামী বছরগুলোতে আমি প্রত্যেকের জীবনযাত্রার মানোন্নয়ণের জন্য কাজ করব ।'' ফ্রান্সের বিদায়ী মন্ত্রী অলিভার ভেরানও জানিয়েছেন, ফের ম্যাক্রোঁই ক্ষমতায় আসায় দেশের সরকারী নীতির বিশেষ পরিবর্তন হবে না ।