ব্যাঙ্কক, 19 মে: গত সপ্তাহান্তে শক্তিশালী ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে মায়ানমারে কমপক্ষে 54 জনের মৃত্যু হয়েছে ৷ 185,000 টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি । ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগের অসুবিধা রয়েছে ৷ সেখানকার পরিকাঠামোও দুর্বল ৷ পাশাপাশি তথ্যের উপর সামরিক সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে হতাহত এবং ধ্বংসের প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয় বিশ্ববাসীর কাছে ।
ঘূর্ণিঝড় মোকা রবিবার বঙ্গোপসাগর থেকে প্রবল বাতাস এবং বৃষ্টিকে সঙ্গে নিয়ে প্রতিবেশী বাংলাদেশের এক কোণে এবং পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের বিস্তৃত অংশে আছড়ে পড়ে । এটি রাখাইনের সিটওয়ে টাউনশিপের কাছে স্থলভাগে যখন আছড়ে পড়ে, তখন তার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় 209 কিলোমিটার (130 মাইল) ৷ এরপর এই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হয় ৷
রাষ্ট্রসংঘের কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটোরিয়ান অ্যাফেয়ার্সের অফিস জানিয়েছে, রাখাইন রাজ্যে ব্যাপকভাবে বাড়িঘর ও পরিকাঠামো ধ্বংস হয়েছে । এখানে জরুরি ভিত্তিতে প্রয়োজন আশ্রয়, বিশুদ্ধ জল, খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা ৷ প্লাবিত এলাকায় জলবাহিত রোগের বিস্তারের বিষয়ে উদ্বেগ বাড়ছে ৷