সান ফ্রান্সিসকো, 17 মে : গত মাসে 44 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছিলেন তিনি ৷ তবে টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির সেই অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৷ সম্প্রতি মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Elon Musk hints at paying less for Twitter than his deal offer) ৷ কনফারেন্সে মাস্কের সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
সম্প্রতি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে 'স্প্যাম বট' সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির 229 মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে 20 শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷ এদিকে মাস্কের চুক্তির অর্থ কমিয়ে টুইটার কেনার ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা ৷