পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Shot Dead in Philadelphia: ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত 4, আহত বেশ কয়েকজন - আততায়ী

ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ আটজন ৷ তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ৷ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন ৷

shootout in Philadelphia
ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের হামলা

By

Published : Jul 4, 2023, 5:59 PM IST

ফিলাডেলফিয়া, 4 জুলাই: ফিলাডেলফিয়ায় বন্দুকবাজের গুলিতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ৷ এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে । পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে । ফিলাডেলফিয়া পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন জড়িত থাকতে পারে । পুলিশ তার তদন্ত করছে ৷ আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ।

অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে । জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম ফিলাডেলফিয়ার কিংসিংয়ে সোমবার রাতে একাধিক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ৷ তাতে চারজন নিহত ও চারজন জখম হয়েছেন । গুলিবিদ্ধদের মধ্যে অন্তত দুই কিশোর রয়েছে । তবে প্রাথমিকভাবে তাদের অবস্থা জানা যায়নি । সূত্রের খবর, রাত সাড়ে আটটা নাগাদ এক পুলিশ আধিকারিক গুলির শব্দ শুনতে পান এবং সাউথ 56 স্ট্রিট ও চেস্টার অ্যাভিনিউ এলাকা থেকে এক আততায়ীকে গ্রেফতার করেন ।

পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগে খবর পায় যে একজন নয়, দু'জন এলোপাথাড়ি গুলি ছুড়ছে । পুলিশ আধিকারিকরাও সেই গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন । এরপর কয়েক মিনিটের মধ্যে পুলিশ একাধিক স্থানে তল্লাশি চালিয়ে চার আহতকে উদ্ধার করে । তাদেরকে পেন প্রেসবিটারিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষণের মধ্যে আরও চারজনকে উদ্ধার করে পুলিশ ৷ আহত অবস্থায় তাদেরকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন:ফের যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা, বাল্টিমোরে পার্টিতে নিহত 2, আহত 28

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক আততায়ীকে ৷ সে দক্ষিণ ফ্রেজিয়ার স্ট্রিটের 1600 ব্লকের পিছনে গুলি চালাচ্ছিল বলে জানা গিয়েছে । তার কাছ থেকে একটি পিস্তল ও একটি অতিরিক্ত ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে । সেখানকার সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশের পক্ষ থেকে কোনও গুলি চালায়নি । রবিবার গভীর রাত পর্যন্ত এ বছর শহরে এলোপাথাড়ি গুলিতে 212 জনের মৃত্যু হয়েছে । যা 2022 সালের তুলনায় 19 শতাংশ কম ।

ABOUT THE AUTHOR

...view details