ইসলামাবাদ, 28 সেপ্টেম্বর:ফের মুখ পুড়ল পাকিস্তানের ৷ প্রতিবেশী দেশের বহু ভিখারি হজযাত্রার নাম করে মধ্যপ্রাচ্যে গিয়ে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হন, যার ফলে সৌদি আরবের মতো দেশগুলিতে উপচে পড়ছে কারাগারগুলি ৷ আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷
বুধবার বিদেশি পাকিস্তানিদের জন্য সেনেটের স্থায়ী কমিটির বৈঠকে বিদেশি পাকিস্তানিদের সচিব জিশান খানজাদা বলেন, "পাকিস্তানি ভিক্ষুকরা জিয়ারতের (তীর্থযাত্রা) নাম করে মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন । বেশিরভাগ মানুষ উমরাহ ভিসায় সৌদি আরবে যান এবং তারপর ভিক্ষা-সম্পর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হন ৷"
দৈনিক পত্রিকা দ্য ইন্টারন্যাশনাল নিউজ খানজাদাকে উদ্ধৃত করে বলেছে, মক্কার গ্র্যান্ড মসজিদের ভেতর থেকে গ্রেফতার হওয়া অধিকাংশই পাকিস্তানি নাগরিক । উল্লেখ্য, জ্বালানি এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির মধ্যে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির ফলে প্রবল অর্থনৈতিক সংকটের মুখোমুখি পাকিস্তান ৷
খানজাদা বলেন, "ইরাক ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তাঁদের কারাগারগুলি (অননুমোদিত চ্যানেলের মাধ্যমে পাকিস্তানি ভিক্ষুকদের দেশে প্রবেশের কারণে) উপচে পড়ছে ৷ এই সমস্যাটি এখন মানব পাচারের মধ্যে পড়ে ৷"