দারাগা (ফিলিপিন্স), 12 জুন:অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ফিলিপিন্সের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মেয়নের ৷ যার ফলে হাজার হাজার মানুষ এর থেকে সাংঘাতিক অগ্নুৎপাতের আশঙ্কায় রয়েছেন ৷ সে জন্য উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে সোমবার জানিয়েছে প্রশাসন ৷
উত্তর-পূর্ব অ্যালবে প্রদেশে মেয়ন আগ্নেয়গিরির আশপাশের 6 কিলোমিটার (3.7-মাইল) ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী 12,000-এরও বেশি গ্রামবাসীকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই দরিদ্র কৃষক সম্প্রদায়ের ৷ গত সপ্তাহে এই আগ্নেয়গিরিতে নতুন করে সক্রিয় হয়ে ওঠার লক্ষণ দেখা দেওয়ায় স্থানীয়দের সরানোর প্রক্রিয়া শুরু করা হয় ৷ কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, আরও হাজার হাজার মানুষ মেয়নের নীচে স্থায়ী বিপদ অঞ্চলের মধ্যে রয়ে গিয়েছেন ৷
ফিলিপিন্সের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক টেরেসিটো বাকলকোল জানান, রবিবার রাতে আগ্নেয়গিরিটি থেকে লাভা বের হতে শুরু করেছে ৷ মেয়নের আশপাশের উচ্চ-ঝুঁকির অঞ্চলটি প্রসারিত হতে পারে যদি অগ্ন্যুৎপাত মারাত্মক আকার ধারণ করে ৷ যদি এটি ঘটে তবে যে কোনও বর্ধিত বিপদ অঞ্চলের মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন তিনি ।