মস্কো, 29 মার্চ : শেষমেশ কি বন্ধ হচ্ছে প্রাণহানী, রক্তপাত ? তেত্রিশ দিন পর মস্কোর একটি ঘোষণা উসকে দিল যুদ্ধ থামার সম্ভাবনা ৷ কী সেই ঘোষণা ? রাজধানী কিভ-সহ উত্তর ইউক্রেন থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন ৷ কিভের সঙ্গে চের্নিহিভেও উল্লেখযোগ্যভাবে কমছে সেনা কার্যকলাপ (Moscow decides to reduce military activity near Kyiv) ৷
মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে ফের একদফা শান্তি আলোচনায় বসেছিলেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা ৷ সেখানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মোড় নিল ৷ ইস্তানবুলে এদিনের আলোচনা যে ফলপ্রসূ হয়েছে, বৈঠক শেষে তা জানানো হয়েছে রাশিয়ার তরফেই ৷
বৈঠকে রাশিয়াকে নেতৃত্ব দেওয়া উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেন, "একে অপরের প্রতি আস্থাভাজন হতে এবং আগামিদিনে পুনরায় আলোচনার টেবিলে বসার আগে কয়েকটি শর্তের মুখাপেক্ষী ছিলাম আমরা ৷ সেই শর্তের অধীনেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে কিভ এবং চের্নিহিভে বড় সংখ্যায় সেনা কার্যকলাপ কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷"