পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Conflict : তাহলে কি যুদ্ধের ইতি ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার - Moscow decides to reduce military activity near Kyiv

রাজধানী কিভ-সহ উত্তর ইউক্রেন থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন ৷ উল্লেখযোগ্যভাবে কমছে সেনার কার্যকলাপও (Moscow decides to reduce military activity near Kyiv) ৷

Russia-Ukraine Conflict
তাহলে কি বরফ গলছে ? কিভ থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত রাশিয়ার

By

Published : Mar 29, 2022, 9:09 PM IST

Updated : Mar 29, 2022, 9:16 PM IST

মস্কো, 29 মার্চ : শেষমেশ কি বন্ধ হচ্ছে প্রাণহানী, রক্তপাত ? তেত্রিশ দিন পর মস্কোর একটি ঘোষণা উসকে দিল যুদ্ধ থামার সম্ভাবনা ৷ কী সেই ঘোষণা ? রাজধানী কিভ-সহ উত্তর ইউক্রেন থেকে বড় সংখ্যায় সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন ভ্লাদিমির পুতিন ৷ কিভের সঙ্গে চের্নিহিভেও উল্লেখযোগ্যভাবে কমছে সেনা কার্যকলাপ (Moscow decides to reduce military activity near Kyiv) ৷

মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তানবুলে ফের একদফা শান্তি আলোচনায় বসেছিলেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা ৷ সেখানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক গুরুত্বপূর্ণ মোড় নিল ৷ ইস্তানবুলে এদিনের আলোচনা যে ফলপ্রসূ হয়েছে, বৈঠক শেষে তা জানানো হয়েছে রাশিয়ার তরফেই ৷

বৈঠকে রাশিয়াকে নেতৃত্ব দেওয়া উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেন, "একে অপরের প্রতি আস্থাভাজন হতে এবং আগামিদিনে পুনরায় আলোচনার টেবিলে বসার আগে কয়েকটি শর্তের মুখাপেক্ষী ছিলাম আমরা ৷ সেই শর্তের অধীনেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে কিভ এবং চের্নিহিভে বড় সংখ্যায় সেনা কার্যকলাপ কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷"

যদিও ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ প্রান্তে সেনা কার্যকলাপের ভবিষ্যৎ কী, সে ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা দেননি ফোমিন ৷ তবে ইউক্রেনে সেনা কার্যকলাপ কমানোর সিদ্ধান্ত আগামিদিনে পুতিন-জেলেনস্কি মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো করল বলেই জানিয়েছেন শান্তি আলোচনায় উপস্থিত রাশিয়ার আরেক প্রতিনিধি ভলোদিমির মেদিনস্কির ৷

আরও পড়ুন : ইউক্রেনের যুদ্ধে মৃত রাশিয়ার 7000-15000 সৈনিক, জানাল ন্যাটো

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনা ইতিমধ্যেই একমাস অতিক্রান্ত ৷ ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেছেন, রাশিয়া-ইউক্রেনের এই সংঘাতে গৃহহীন হয়েছেন প্রায় এক কোটি ৷ প্রাণ হারিয়েছেন 20 হাজার মানুষ ৷ এমতাবস্থায় ইস্তানবুলের বৈঠক যে রুপোলি রেখা হয়ে দেখা দিল, তা বলাই বাহুল্য ৷

Last Updated : Mar 29, 2022, 9:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details