পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Arrest Warrant Against Putin: আন্তর্জাতিক আদালতের পরোয়ানা মূল্যহীন ! জানিয়ে দিল রাশিয়া - ICC Treaty

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court) যে গ্রেফতারি পরোয়ানা (ICC Arrest Warrant Against Vladimir Putin) জারি করেছে, তাকে এতটুকুও গুরুত্ব দিতে নারাজ রাশিয়া ৷ মস্কোর বক্তব্য, রাষ্ট্র হিসাবে রাশিয়ার কাছে এই পরোয়ানার কোনও মূল্য নেই (No Meaning) !

Moscow claims ICC Arrest Warrant Against Vladimir Putin has No Meaning for Russia
ফাইল ছবি

By

Published : Mar 18, 2023, 1:24 PM IST

মস্কো, 18 মার্চ:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court) যে গ্রেফতারি পরোয়ানা (ICC Arrest Warrant Against Vladimir Putin) জারি করেছে, তার কোনও গুরুত্বই মস্কোর কাছে নেই ৷ কারণ, 2016 সালে আইসিসি চুক্তি (ICC Treaty) থেকে বেরিয়ে এসেছে রাশিয়া ৷ তাই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কোনও নির্দেশ রাষ্ট্র হিসাবে রাশিয়ার উপর খাটে না ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন রুশ বিদেশ মন্ত্রকের অন্যতম মুখপাত্র মারিয়া জাখারোভা ৷

মারিয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় ৷ তাই আইসিসির কাছে রাশিয়ার কোনও দায়বদ্ধতাও নেই ৷ এই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রাশিয়া কোনও সহযোগিতা করে না ৷ আন্তর্জাতিক ফৌজদারি আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, রাশিয়ার কাছে তার কোনও মূল্য নেই (No Meaning) ৷"

এর আরও এক ধাপ উপরে গিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা দেশের নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্য়ান দিমিত্রি মেদভেদেভ ৷ তাঁর মতে, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এই গ্রেফতারি পরোয়ানা টয়লেট পেপারের সমতুল্য ! বিষয়টি নিয়ে একটি টুইট করেন দিমিত্রি ৷ তিনি লেখেন, "আন্তর্জাতিক ফৌজদারি আদালত ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ৷ এই কাগজ যে কোথায় ব্যবহার করা উচিত, তার ব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই (এর সঙ্গে টয়লেট পেপারের একটি ইমোজি জুড়ে দিয়েছেন দিমিত্রি) ৷"

আরও পড়ুন:'ইউক্রেন হামলায় দায়ী', পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক আদালতের

প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ চালিয়ে যাওয়াতেই পুতিনের বিরুদ্ধে মামলা রুজু হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ৷ সেই মামলায় দোষী সাব্যস্ত হন পুতিন ৷ তাঁকে যুদ্ধাপরাধী বলে রায় দেয় আদালত ৷ ইউক্রেনের যুদ্ধে নারী, শিশু-সহ অসংখ্য মানুষের মৃত্যুর দায় বর্তায় পুতিনের উপর ৷ এমনকী, ইউক্রেনের দখল করা অংশগুলি থেকে শিশু ও নাবালকদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনাতেও দোষী সাব্যস্ত হন পুতিন ৷ তার জন্যই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details