প্যারিস, 1 জুলাই: একটি মৃত্যুতে জ্বলছে ফ্রান্স ৷ দেশের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত 994 জন প্রতিবাদীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দেশের বিভিন্ন প্রান্তে কোথাও বাড়িতে আগুন তো কোথাও বাণিজ্যিক ভবনে আগুন ৷ রাস্তায় গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া দিচ্ছে বিক্ষুব্ধ জনতা ৷ মঙ্গলবার একটি 17 বছরের তরুণের মৃত্যু হয় পুলিশের গুলিতে ৷ তারপর থেকে ফ্রান্সে পুলিশ, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমজনতা ৷ আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু এবং তার পরের ঘটনার কথা মনে করিয়ে দেয় তরতাজা তরুণের মৃত্যু ৷
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্যারিসের শহরতলি নানতেরেতে 17 বছর বয়সি একটি ডেলিভারি বয়কে গুলি করে হত্যা করে পুলিশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নায়েলের ৷ সরকারি তরফে, পুলিশের অভিযোগ, ওই ছেলেটির জন্য পুলিশ আধিকারিকের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল ৷ ওই ছেলেটি নাকি পুলিশকে হুমকি দিয়েছিল সে পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে ৷ তখন বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন নায়েলের আইনজীবীরা ৷
তাঁরা ভিডিয়ো ফুটেজ দিয়ে ঘটনাটি প্রমাণ করেন ৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, একটি হলুদ গাড়িতে চালকের সিটের দিকে ঝুঁকে রয়েছে পুলিশ ৷ গাড়িটির চেকিং চলছিল ৷ গাড়িটি এগিয়ে যাওয়ার আগেই পুলিশ চালককে লক্ষ্য করে গুলি করছে ৷ পরে গাড়িটি একটি পোস্টে ধাক্কা মারে ৷ এরপরই ক্ষেপে ওঠে এলাকার জনতা ৷ পুলিশ টিয়ার গ্যাস চালায় ৷ সেই বিক্ষোভ এখনও চলছে ৷
আরও পড়ুন: উষ্ণতম দিনে উলের টিউনিক পরে প্যারেড, প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান 3 ব্রিটিশ সৈনিক