জেরুজালেম, 23 অক্টোবর: আজ ইজরায়েল-হামাস যুদ্ধের 17তম দিন ৷ ইতিমধ্যে ইজরায়েল পালটা আক্রমণ হানতে শুরু করেছে ৷ হামাসদের নিকেশ করতে সিরিয়ার দু'টি বিমানবন্দর, ইজরায়েল অধিকৃত প্যালেস্তাইন ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের একটি মসজিদে হামলা চালিয়েছে ইজরায়েলের সামরিক বাহিনী ৷
এদিকে গাজায় প্রবল জ্বালানি সংকট দেখা দিয়েছে ৷ হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ প্রায় নেই বললেই চলে ৷ এই অবস্থায় চিকিৎসকরা সদ্যোজাত-সহ নানা বয়সের রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ৷
প্যালেস্তাইন শরণার্থীদের সাহায্যার্থে গড়ে ওঠা রাষ্ট্রসংঘের ইউএনডব্লিউআরএ জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যেই গাজায় জ্বালানি ফুরিয়ে যাবে ৷ রবিবার একটি বিবৃতি এই সংগঠন জানায়, "জ্বালানি, বিদ্যুৎ ছাড়া জল সরবরাহ করা যাবে না ৷ আর জল না থাকলে হাসপাতাল, বেকারিগুলিতে কাজ করা সম্ভব নয় ৷ বহু বহু মানুষ ত্রাণসামগ্রীর জন্য অপেক্ষা করে আছেন ৷ তাদের কাছে সেসব জিনিস পৌঁছনোও সম্ভব হয়ে উঠবে না ৷ তাই জ্বালানি ছাড়া কোনও উপায়ে মানবিক সহায়তা করা যাবে না ৷"